শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ কিছুটা দুর্বল, গুজরাট ও রাজস্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

News Sundarban.com :
জুন ১৬, ২০২৩
news-image

প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে, কমেছে তীব্রতাও। শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর উত্তর দিকে অগ্রসর হওয়ায় উত্তর গুজরাট ও রাজস্থানের দক্ষিণের বিভিন্ন স্থানে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা অতিভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্রবার গুজরাটের আবহাওয়া দফতরের ডিরেক্টর মনোরমা মোহান্তি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের তীব্রতা কমেছে। এই কারণে কচ্ছে ভারী বৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, দ্বারকা, জামনগর, মোরবিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পোরবন্দর, রাজকোট-সহ বহু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। গোটা গুজরাটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল কচ্ছ, পাটান, মেহসানা, বনসকান্ঠায় ভারী বৃষ্টি হতে পারে।