শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আইএসএফ-এর প্রার্থীদের মনোনয়নের জন্য বিশেষ নির্দেশ হাই কোর্টের

News Sundarban.com :
জুন ১৪, ২০২৩
news-image

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের শুরু থেকেই অশান্তিতে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। আইএসএফের ৩ কর্মীর মনোনয়নপত্র দাখিল করার জন্য সব সাহায্য করতে হবে পুলিশকে। এমনই নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। পাশাপাশি মিনাখাঁয় হামলার ঘটনায় বসিরহাটের পুলিশ সুপারের রিপোর্ট তলব করল আদালত। এসপি বসিরহাটকে মিনাখাঁ থানার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বৃহস্পতিবার রিপোর্ট দিতে হবে। একইসঙ্গে নির্বাচন কমিশন অভিযোগ পেলে তাঁরা যাতে মনোনয়ন জমা দিতে পারে তার ব্যবস্থা করতে পুলিশকে পদক্ষেপ করার নির্দেশ দেবে।

প্রসঙ্গত, আইএসএফের অভিযোগ, মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় দুষ্কৃতীরা বাধা দেয়। মারধর করে। এমনকী, অফিসারও আবেদন নিতে অস্বীকার করেন। মনোনয়ন জমা দিলে খুন করার হুমকিও দেওয়া হচ্ছে। মোবাইলে এই সব রেকর্ড করার সময় সেটা কেড়ে নেওয়া হয়। পালটা বিচারপতি প্রশ্ন করেন, মনোনয়নপত্র জমা করার ঘরে সিসিটিভি আছে? আইনজীবী জানান, সিসিটিভি আছে। বিচারপতি মান্থার নির্দেশ, কেউ মনোনয়ন জমা দিতে বাধা পেলে কমিশনে অভিযোগ জানাবে। কমিশন পুলিশকে পদক্ষেপ করতে বলবে। সব প্রার্থীর মনোনয়ন জমার ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা দিতে হবে। সিপিএমের অভিযোগ, দলের অফিস ভাঙা হয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ মুছে নতুন করে অভিযোগ করতে বাধ্য করা হয়। মনোনয়ন দিতে গিয়েও জমা দিতে ব্যর্থ হন প্রার্থীরা।