শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কান্দিতে রাজাবাবুর জন্মদিন পালন 

News Sundarban.com :
জুলাই ২৮, ২০২২
news-image

নিজস্ব সংবাদদাতা,কান্দি: কান্দির রাজাবাবু অতীশ চন্দ্র সিংহ। খুব জনপ্রিয় ও জনদরদী মানুষ ছিলেন। গত বুধবার তাঁর জন্মদিবস উপলক্ষে রাজবাড়ীর বারান্দায় মোহনা গোষ্ঠীর উদ্যোগে হয়ে গেল একটি ব্যানারহীন অনাড়ম্বর অথচ হৃদয়স্পর্শী অনুষ্ঠান। তিনি আজ আমাদের মধ্যে নাই। রেখে গেছেন কিছু স্মৃতি। সেই স্মৃতি নিয়ে শুধু কান্দির মানুষজন নয়, কান্দির এই মোহনা গোষ্ঠীও প্রতিবছর এই দিনটি পালন করে আসছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিলীপ কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন – শৈলেন্দ্র নাথ মুখোপাধ্যায়, গৌরাঙ্গ চন্দ্র ও শ্রীমন্ত সরকার। তাঁদের বক্তব্যে উঠে আসে সর্বজন শ্রদ্ধেয় অতীশ চন্দ্র সিংহের উদার মানবিক দৃষ্টিভঙ্গি ও তার উল্লেখযোগ্য বহু সমাজিক অবদান।

এরপর কবিতা পাঠ করেন দেবদাস রজক এবং সবশেষে শুভ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি রবীন্দ্র সংগীত দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কবি সাহিত্যিক থেকে শুরু করে সংগীত শিল্পী এমনকি সাধারণ মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো।