শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারী বর্ষনে জলমগ্ন ক্যানিং শহর

News Sundarban.com :
সেপ্টেম্বর ২০, ২০২১
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং –এক নাগাড়ে মুশল ধারে বৃষ্টিপাতের ফলে সমগ্র ক্যানিং মহকুমা এলাকা জলমগ্ন। রাস্তাঘাট জলের তলায়।ভারী বর্ষণে সাধারণ মানুষ দিশেহারা।মাঠঘাট ডুবে রয়েছে জলের তলায়। কখন থামবে বৃষ্টি। কখন সরবে জমা জল সেদিকে চাতকের মতো তাকিয়ে রয়েছেন তারা।

খোদ ক্যানিং শহরের বিভিন্ন এলাকায় জলমগ্ন প্রসঙ্গে স্থানীয় ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বলেন ‘অতি ভারী বর্ষণে আমরা প্রাকৃতিকের কাছে হার মেনে গিয়েছি। ফলে প্রায় সমস্ত জায়গা জলমগ্ন হয়ে পড়েছে।

সাধারণ মানুষজন খুব কষ্টের মধ্যে দুর্ভোগে রয়েছেন। যাতে করে খুব শীঘ্রই সমস্যার সমাধান হয় তার জন্য সেচ দফতরের আধিকারীকদের সাথে কথা বলেছি।

আশা করছি বৃষ্টি কমলে আগামী বুধবারের মধ্যে জমা জল পরিষ্কার হয়ে যাবে।সাধারণ মানুষকে যাতে দুর্ভোগের মধ্যে পড়তে না হয় সেই ব্যবস্থাই করা হয়েছে।”