মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী

News Sundarban.com :
মার্চ ৬, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: মোদীর ব্রিগেড সমাবেশের ২৪ ঘণ্টা আগে বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী। দিল্লিতে বিজেপির সদর দফতরে তাঁর হাতে দলের সদস্যপদ তুলে দেন সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর দীনেশ বলেন, ‘বিজেপিকে ধন্যবাদ জানাতে চাই। এই সোনার সময়ের জন্যই অপেক্ষা করছিলাম।’
বিজেপিতে যোগ দিয়ে দীনেশ ত্রিবেদী বললেন তৃণমূলে এখন শুধু একটি পারিবারের সেবা হয়। যে আদর্শ দলের ছিল তা আর নেই। দল এখন একজন কনসাল্টেন্টের হাতে চলে গিয়েছে। আপনারা সবাই জানেন। আমি কোনওদিন নিজের বিচারধারা ভেঙে এগিয়ে যায়নি। আমার কাছ দেশ সবথেকে গুরুত্বপূর্ণ। মানুষের সেবা করতেই বিজেপিতে যোগদান করলাম।  বিজেপির হাতে দেশ সুরক্ষিত থাকবে।
দীনেশ বলেন, ‘আমি ভোট দাঁড়াই অথবা না দাঁড়াই, আমি নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় থাকব। তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখান করেছেন বাংলার মানুষ। তাঁরা হিংসা বা দুর্নীতি নয়, উন্নয়ন চান। তাঁরা প্রকৃত পরিবর্তনের জন্য তৈরি। রাজনীতি খেলা নয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। খেলতে গিয়ে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) নিজের মতাদর্শ ভুলে গিয়েছেন।’
আজ বিজেপিতে যোগদান করার পর জে পি নাড্ডা জানিয়ে দেন, ২ মাস আগে তাঁর  সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দওয়ার ইচ্ছে প্রকাশ করেন দীনেশ।