বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গাড়ির ধোঁয়া শোষণ করতে পারে এ উদ্ভিদ ! বলছে গবেষকরা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২০, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  যানবাহন জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশকেও ঝুঁকিতে ফেলছে। এগুলোতে যেসব জ্বালানি ব্যবহার করা হয় তার বেশিরভাগই বায়ুদূষণের অন্যতম কারণ। সম্প্রতি কিছু বৈদ্যুতিক গাড়ি তৈরি হলেও জ্বালানির ব্যবহার হ্রাসে তা উল্লেখযোগ্য নয়। বায়ুদূষণ তো আর থেমে নেই। এর থেকে কিছুটা রেহাই দেয় উদ্ভিদ।

এবার ব্যস্ত সড়কগুলোর জন্য সুখবর দিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য সড়কের পাশে বিশেষ গুল্মজাতীয় উদ্ভিদ রোপণ করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের দ্য রয়্যাল হর্টিকালচার সোসাইটি। কোটোনাস্টার নামের এই গুল্ম অন্যান্য উদ্ভিদের চেয়ে গাড়ির ধোঁয়া শোষণে ২০ শতাংশ বেশি কার্যকর বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন।

গবেষকরা বলেন, নগরীর ব্যস্ত সড়কগুলোতে গাড়ির নিঃসরণ করা ধোঁয়া কোটোনাস্টারের ঘন ও চিকন পাতার সাহায্যে ছাঁকার ক্ষমতা অবিশ্বাস্য। একটি গাড়ি ৫০০ মাইল চলার পথে যে পরিমাণ ধোঁয়া বাতাসে ছাড়ে, তা মাত্র সাত দিনে শোষণ করতে পারে এ উদ্ভিদ।