শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিবিআই তল্লাশির সময় অসুস্থ হয়ে মারা গেলেন ইসিএল-এর নিরাপত্তা আধিকারিক

News Sundarban.com :
নভেম্বর ২৯, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেক্স:  সিবিআই তল্লাশির সময় অসুস্থ হয়ে মারা গেলেন ইসিএল-এর নিরাপত্তা আধিকারিক। কয়লাকাণ্ডে শনিবার সকাল থেকে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আসানসোলের বিভিন্ন জায়গাতেও তল্লাশি চলছে। শনিবার কেন্দ্রীয় গোয়েন্দারা ইসিএল-এর নিরাপত্তা আধিকারিক জামুড়িয়ার শ্রীপুরের বাসিন্দা ধনঞ্জয়ের বাড়িতে যান। তার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। তাঁকে কোলিয়ারির কাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

সিবিআই তল্লাশির সময় ধনঞ্জয়ের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কয়লা পাচারকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার নাম জড়িয়ে যায় সম্প্রতি। শনিবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দল তাঁর সল্টলেক এবং পুরুলিয়ার বাড়িতে হানা দিয়েছে। যদিও লালা এখন বেপাত্তা। কয়লা পাচার চক্রে কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজনের নাম পেয়েছে সিবিআই। শনিবার ইসিএল-এর জেনারেল ম্যানেজার স্তরের কয়েকজন কর্তার বাড়ি এবং অফিসে যান সিবিআই কর্তারা।