শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দ্রুতই পাডিক্কাল ভারতীয় জাতীয় দলের হয়ে খেলতে পারেন বলেও জানিয়েছেন ভন

News Sundarban.com :
নভেম্বর ১, ২০২০
news-image

ব্যাটিংয়ে বরাবরই ভালো দল ভারত। গেল কয়েক বছরে সেটা আরও শক্তিশালী হয়েছে। জাতীয় দলে নিয়মিত হওয়ার অপেক্ষায় আছেন শুভমন গিল, পৃথ্বী শ’, সানজু স্যামসন, ঋষভ পান্তরা। এমনকি কেএল রাহুল, শ্রেয়াস আয়ারের মতো ব্যাটসম্যানেরও ব্যাটিং পজিশন নির্ধারণ হয়নি।

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের ১৩তম আসর দিয়ে ভারতীয় দল পেয়ে গেছে আরও কিছু তরুণ প্রতিভা। দেবদূত পাডিক্কাল, সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কোয়াড়রা আইপিএল দিয়ে সিনিয়রদের ওপর চাপ প্রয়োগ করতে শুরু করেছে। আইপিএলের চলতি আসরে দারুণ খেলছেন রাজস্থানের ওপেনার পাডিক্কাল।

ইংল্যান্ডের ব্যাটিংয়ে বরাবরই ভালো দল ভারত। গেল কয়েক বছরে সেটা আরও শক্তিশালী হয়েছে। জাতীয় দলে নিয়মিত হওয়ার অপেক্ষায় আছেন শুভমন গিল, পৃথ্বী শ’, সানজু স্যামসন, ঋষভ পান্তরা। এমনকি কেএল রাহুল, শ্রেয়াস আয়ারের মতো ব্যাটসম্যানেরও ব্যাটিং পজিশন নির্ধারণ হয়নি।

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের ১৩তম আসর দিয়ে ভারতীয় দল পেয়ে গেছে আরও কিছু তরুণ প্রতিভা। দেবদূত পাডিক্কাল, সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কোয়াড়রা আইপিএল দিয়ে সিনিয়রদের ওপর চাপ প্রয়োগ করতে শুরু করেছে। আইপিএলের চলতি আসরে দারুণ খেলছেন রাজস্থানের ওপেনার পাডিক্কাল।

ইংল্যান্ডের  মাইকেল ভন তাই চোখ রাখতে বললেন এই তরুণে। বিশ্বের অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে এই তরুণ দূভাগ্য উপহার দিতে আসছে বলেও উল্লেখ করেছেন। দ্রুতই পাডিক্কাল ভারতীয় জাতীয় দলের হয়ে খেলতে পারেন বলেও জানিয়েছেন ভন।

সংবাদ মাধ্যম ক্রিকবাজকে তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত, কয়েক বছরের মধ্যে অনেক কিছুই দেখতে পাবো তার (পাডিক্কাল) থেকে। শুধু আইপিএলে নয়, জাতীয় দলের হয়েও খেলবে সে। হতে পারে দ্রুতই কিংবা আগামী বছর। তার ব্যাপারে আমি নিশ্চিত।’