শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌসুনি দ্বীপে অন্যান্য দল ছেড়ে কংগ্রেসে যোগ দিল ২০০ পরিবার

News Sundarban.com :
অক্টোবর ১, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  অন্যান্য দল ছেড়ে কংগ্রেসে যোগদান করল ২০০ টি পরিবার। নামখানা ব্লকের মৌসুনি মৌজায় জোর চলছে দলবদলের পালা।
কংগ্রেস নেতা তারক মাইতির নেতৃত্বে ২০০টি পরিবার অন্যান্য দল ছেড়ে কংগ্রেসে যোগদান করল।
কংগ্রেসে যোগদানকারী নবাগতদের হাতে পতাকা তুলে দেন নামখানা ব্লক কংগ্রেস নেতৃত্ব।
কংগ্রেস নেতা তারক মাইতি বলেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরির নির্দেশে গ্রামগঞ্জের মানুষের পাশে থাকতে হবে, তাদের অভাব অভিযোগ শুনতে হবে, তাদের সুখ-দুঃখকে ভাগ করে নিতে হবে।

এই নির্দেশ অনুসারে আমি নামখানা ব্লকের গ্রামে গ্রামে ঘুরে মানুষের অসুবিধা, মানুষের দুর্দশা এমনকি আমি মানুষের দুরদিনেও পাশে থেকেছি। আম্ফান ঝড়ে মৌসুনি দ্বীপ এই যে বেহাল অবস্থা হয়েছিল, সেই দুরাবস্থা মৌসুনিবাসী ভোলেনি। সেই বেহাল অবস্থায় রাতের ঘুম কেড়ে নিয়েছিল সুপার সাইক্লোন আম্ফান। সেই সময় মানুষের পাশে ছুটে গিয়েছিলাম, মানুষের দুর্দশা, অসুবিধা দেখেছিলাম।

পরে আমি এবং ব্লক কংগ্রেসের কিছু কর্মী দাঁড়িয়ে থেকে আমাদের সামর্থ মতো সাহায্য করেছিলাম। খাবার বিলি থেকে শুরু করে ত্রিপল এমনকি ওষুধপত্রও দিয়েছি।

তিনি আরও বলেন, আজ নামখানা কংগ্রেসের সেবা সার্থক হয়েছে। তাই ২০০ টি পরিবার কংগ্রেসে যোগদান করেছে নিজেদের ইচ্ছায় তারা আজ কংগ্রেসে।