শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শক্তিশালী টাইফুনের আঘাতে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জাপানে

News Sundarban.com :
সেপ্টেম্বর ৭, ২০২০
news-image

শক্তিশালী টাইফুন ‘হাইশেন’ জাপানে আঘাত হানার পর সোমবার দক্ষিণ কোরিয়ার দিকে ধেয়ে যাচ্ছে। টাইফুনের প্রভাবে জাপানে প্রবল বাতাস ও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ঝড় ও বৃষ্টির প্রভাবে ভূমিধসে চারজন নিখোঁজ রয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুন ‘হাইশেন’ জাপানের দক্ষিণাঞ্চলের খিয়ুশু দ্বীপে আঘাত হানে। সেখানে শক্তিশালী টাইফুনের আঘাতে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক এলাকা প্রায় আধা মিটার (২০ ইঞ্চি) পানিতে তলিয়ে গেছে। এছাড়া সেখানে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৫ লাখ মানুষ।

ঝড় ও প্রবল বৃষ্টির প্রভাবে মিয়াজাকির পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। সেখানে উদ্ধার কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা বলেন, ভূমিধসের ঘটনায় উদ্ধার তৎপরতায় সহায়তা প্রদানে সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তিনি জানান, ঝড়ের সময় অন্তত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।