শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা জয়ী যোদ্ধাকে ৫৪ টি রক্তগোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন সুন্দরবনের কবি

News Sundarban.com :
আগস্ট ২৬, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  বুধবার সন্ধ্যায় ফ্রন্টলাইনে কর্মরত করোনা জয়ী যোদ্ধাকে ৫৪ টি রক্তগোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন সুন্দরবনের কবি তথা সমাজসেবী ফারুক আহমেদ সরদার। করোনা জয়ী যোদ্ধা ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দেবীদয়াল কুন্ডুর হাতে ৫৪ টি রক্ত গোলাপ ও ৫৪ টি মাস্ক উপহার দিয়ে শুভেচ্ছা জানান।উল্লেখ্য গত ৮ জুলাই প্রবল জ্বর অনুভব করেন এই পুলিশ আধিকারীক।পরবর্তী সময়ে করোনা ভাইরাস থাবা বসায় এই পুলিশ আধিকারীকে । তিনি করোনায় আক্রান্ত হন।ফ্রন্টলাইনে কর্মরত এই করোনা যোদ্ধাকে আচমকা দায়িত্বভার ছেড়ে দিয়ে মাঠের বাইরে চলে যেতে হয়। তবে তিনি সহজেই হার মানার পাত্র নন। দৃঢ় আত্মবিশ্বাস কে কাজে লাগিয়ে তিনি কলকাতার একটি বেসরকারী নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি হন। এক সপ্তাহের মধ্যে করোনা কে হার মানিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন। সেখানে বেশকিছু দিন হোম কোয়ারেন্টাইনে থাকেন।অবশেষে বুধবার তিনি পুনরায় তাঁর দায়িত্বভার নিয়ে কর্মস্থলে কাজে যোগদান করেন।

সমাজসেবী তথা সুন্দরবনের কবি ফারুক বলেন “সারা বিশ্বের ন্যায় ক্যানিং মহকুমা এলাকায় করোনা ভাইরাসের দাপাদাপি চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসক, পুলিশ কর্মীরা ফ্রন্টলাইনে দাঁড়িয়ে জীবন বিপন্ন করে জনসেবা কল্যাণমূলক কাজ করে চলেছেন।এমতো অবস্থায় ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক করোনায় আক্রান্ত হয়েছিলেন়। সহকর্মী সহ সাধারন মানুষ চিন্তিত ছিল। করোনা ভাইরাস কে হার মানিয়ে ফ্রন্ট লাইনের এই করোনা জয়ী পুলিশ আধিকারীক পুণরায় দায়িত্বভার গ্রহণ করায় প্রশাসনের কর্তাব্যাক্তি সহ ক্যানিং মহকুমার সাধারণ মানুষজন খুশি। আর সেই কারণে করোনা জয়ী যোদ্ধা কে সম্মান জানিয়ে দীর্ঘায়ু কামনা করে তাঁর হাতে ৫৪ টি রক্ত গোলাপ তুলে দিয়েছি।