শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করল রাজ্য সরকার

News Sundarban.com :
এপ্রিল ১৩, ২০২০
news-image

লকডাউনের মেয়াদ বেড়েছে। কলকাতার বিভিন্ন এলাকায় মানুষের ভিড়ে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন। এবার বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করল রাজ্য সরকার। আর তা না করলেই ব্যবস্থা নেবে প্রশাসন।

রবিবার এই মর্মে একটি নির্দেশিকা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য সচিব। সেখানে বলা হয়েছে, বাইরে বের হলে মুখ ঢাকতেই হবে। মাস্ক দিয়ে ঢাকা যেতে পারে, মাস্ক না থাকলে দুপাট্টা ভাঁজ করে নাকে মুখে চাপা দিতে হবে, গামছা ব্যবহার করাও যেতে পারে। এছাড়াও যে কোনও কাপড় দিয়ে নাক মুখ ঢাকতে হবে। বেশকিছু দিন ধরেই একটা কথা শোনা যাচ্ছিল, শ্বাস প্রশ্বাসের মধ্যমেও এই রোগ ছড়াতে পারে। যেহেতু রোগটি ড্রপলেটের মধ্যে দিয়ে অন্যজনের দেহে সংক্রমিত হয় সেহেতু আগাম ব্যবস্থা নিল সরকার। রাজ্য সরকারের নির্দেশিকাতেও বলা হয়েছে, মাস্ক পরলে সংক্রমণ রোধ করা যাবে। দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। তাই আগেভাগেই এই ব্যবস্থা নিচ্ছে অনেক রাজ্যে।