শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনার জের,শিয়ালদহ দক্ষিণ শাখায় ৭৮ জোড়া ট্রেন বাতিল

News Sundarban.com :
মার্চ ২১, ২০২০
news-image

 

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং – করোনা ভাইরাস নিয়ে সংকটে সারা বিশ্ব। আতঙ্কের ছাপ সর্বত্র। চলছে ত্রাহি ত্রাহি বর।রবিবার ভোর চারটে থেকে রাত নটা পর্যন্ত কেন্দ্র সরকার জনতা কার্ফু ঘোষণা করেছেন। সাধারণ মানুষের কাছে আবেদনও জানানো হয়েছে। তারা যেন অযথা বাইরে না বেরিয়ে যেন ঘরের মধ্যে আবদ্ধ থাকেন। সেই সতর্কবার্তা অনুসরণ করে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং,ডায়মন্ডহারবার,নামখানা,বজবজ শাখায় ৭৮ জোড়া ট্রেন বাতিল করলো পূর্বরেল।
৭৮ জোড়া বাতিল ট্রেনের তালিকায় ক্যানিং-শিয়ালদহ শাখায় ১১ জোড়া,শিয়ালদহ-সোনারপুর-বারুইপুর- লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় ৩০ জোড়া,শিয়ালদহ-বালিগঞ্জ-বজবজ শাখায় ২৩ জোড়া ও শিয়ালদহ ডায়মন্ডহারবার শাখায় ১৪ জোড়া টেন বাতিল করেছে পূর্বরেল।
করোনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় এক সাথে ৭৮ জোড়া ট্রেন বাতিল হওয়ায় স্বভাবতই খুশি সাধারণ নিত্যযাত্রীরা।
সাধারণ নিত্যযাত্রী কালিদাস দেবনাথ,অমল নায়েক,শশধর মন্ডলরা বলেন “করোনার জেরে সাধারণের ভালোর জন্য সরকারি এমন উদ্যোগ কে অসংখ্য ধন্যবাদ।কারণ এতে করে সচেতনতা বাড়বে এবং সাধারণ মানুষজন ঘরে আবদ্ধ থাকতে বাধ্য হবেন”।