শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গোসাবায় এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী

News Sundarban.com :
নভেম্বর ১৬, ২০১৯
news-image

দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রত্যন্ত গোসাবা ব্লকের লাহিড়ীপুরের দয়াপুরে বুলবুল ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে গিয়ে স্থানীয় তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। মন্ত্রীকে গো ব্যাক স্লোগান,কালো পতাকা দেখান স্থানীয় তৃণমূল কর্মীসমর্থকরা এমনই অভিযোগ মন্ত্রীর।এছাড়াও ৮-১০ জন বিজেপি কর্মী সমর্থককে মারধোর করা হয়েছে বলে  অভিযোগ বিজেপি দলের।মারধোরে গুরুতর জখম হয়েছেন টিংকু মিস্ত্রী,গেকুল মন্ডল সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা।

শুক্রবার সকালে গদখালি খেয়াঘাট থেকে লঞ্চে চড়ে গোসাবা ব্লকের লাহিড়ীপুরে যান কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দফতরের  প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।অভিযোগ লঞ্চ থেকে দয়াপুর খেয়াঘাটে নামার আগেই এলাকার বেশকিছু মহিলা তৃণমূল সমর্থক ‘গো ব্যাক’ পোষ্টার নিয়ে স্লোগান দিতে থাকেন।এছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কে কালো পতাকা দেখানোর পাশাপাশি একজন বিজেপি কর্মী সমর্থক কে মারধোর করেন তৃণমূল কর্মীরা।মুহূর্তে পরিস্থিতি রণক্ষেত্র চেহারা নিলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।চলে চেয়ার ছোড়াছুড়ি এবং ব্যাপক মারামারী।পরে ঘটনাস্থলে গোসাবা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী অভিযোগ করে বলেন তৃণমূলীরা বিক্ষোভ দেখাবে এইটা আমি আগে থেকে জানতাম।কলকাতা থেকে এখানে এসেছি।আসার পথে সব জায়গায় মানুষের একটাই কথা বলছেন কিছুই পায়নি।প্রশাসনও আসেনি।চাল,ডাল,ত্রিপল পায়নি,ইলেকট্রিক সিটি ব্যবস্থা নেই, কোন আধিকারিক এসে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেনি।যে ত্রাণ শিবির গুলি খোলা হয়েছিল সেখানে নাকি ২ বস্তা করে মুড়ি দেওয়া হয়েছিল,তা ২ মিনিটের মধ্যে লুঠ হয়ে যাচ্ছে।চাল নেই, ডাল নেই তারা আবার বাড়ি ফিরে যাচ্ছে।তিনি আরও অভিযোগ করে বলেন গরীব মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়েছে।কেন্দ্রের কোটি কোটি টাকা পাচ্ছে।সেই টাকায় কাটমানি।আজ এই সমস্ত গরীব মানুষগুলির এই যোজনায় কংক্রীটের পাকা ছাদ ঢালাই পাকা ঘরবাড়ি হলে তাহলে এই ঝড়ে অনেক কম ক্ষতি হত।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী অভিযোগ করে বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি।   এখানকার​ সমস্ত রিপোর্ট নিয়ে যাচ্ছি, দিল্লীতে গিয়ে তৃণমূল সাংসদের সামনে সংসদ ভবনে তুলে ধরবো এবং প্রধান মন্ত্রীকে জানাবো।এখানকার মিথ্যা কথা বলা হচ্ছে।দিল্লীতে বলা হয়েছে সবার কাছে ত্রাণ পৌঁছে গেছে।কেউ কিছু পায়নি।সেই জন্য নিজেই এসেছি।আমাদেরকে মিথ্যা কথা বলা হচ্ছে। দিদি রাত জেগে সব দেখছে।দিদি রাত জেগে কিছুই দেখছে না।দিদির সমস্ত সাঙ্গ পাঙ্গরা রাত জেগে চুরি করছে।এই জন্য দুর্গত ক্ষতিগ্রস্তরা কিছুই পাচ্ছে না।

যদিও এদিন শাসক দলের বাধায় বাধাপ্রাপ্ত হয়ে নির্দিষ্ট সুচী অনুযায়ী বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে না পেরে একরাশ ক্ষোভ উগরে দিয়ে ফিরে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।এদিন বুলবুলে আক্রান্ত সুন্দরবনের গোসাবা ব্লকে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগণা পূর্ব জেলার সভাপতি সুনীপ দাস,বিজেপি নেতা সঞ্জয় নায়েক,অমৃতা ব্যানার্জী,সৌমেন কামালিয়া,শঙ্কর রায় সহ অন্যান্য বিশিষ্ট বিজেপি কর্মকর্তারা।