মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনের চাষীদের মাছ চাষের প্রশিক্ষণ

News Sundarban.com :
অক্টোবর ২৫, ২০১৯
news-image

শেষ হল বাসন্তী ব্লকের নফরগঞ্জ গ্রামে শেষ হল মাছ চাষের প্রশিক্ষণ। গত ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তিন দিনের মাছ চাষের প্রশিক্ষণ আয়োজন করেন শস্যশ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। এই প্রশিক্ষণে ৫০ জন চাষি অংশ গ্রহণ করেন। আধুনিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণে দিলেন সুস্থ-সবল কৃষিবিজ্ঞান কিভাবে অল্প খরচে বেশি মাছ উৎপাদন করতে পারবে সেই প্রশিক্ষণ দেন মৎস্য বিজ্ঞানী ডঃ সৌগত ঘোষ, ডাঃ বিজয় কালি মহা পাত্র, ডঃ গৌড়হরি পৈলান, শিক্ষক তপন মাইতি এবং সরকারি সহযোগিতা কিভাবে পাওয়া যাবে এই মাছ চাষ প্রশিক্ষণের পরে সেই বিষয়ে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়।এই প্রশিক্ষণের শেষ দিনে চাষিদের কোলকাতায় শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিয়ে যাওয়া হয় মাছ চাষের উন্নত পদ্ধতি দেখানোর জন্য।

কিভাবে মাটি,জল, মাছের রোগ সংক্রান্ত যাবতীয় পরিক্ষা করতে হয় সেই সমস্ত পদ্ধতি চাষিদের হাতে কলমে শেখানো হয়। কিভাবে মাছের প্রজনন করা হয় তাও দেখানো হয় যাতে কৃষকরা আগামী দিনে বাড়িতে নিজেদের পুকুর এবং জলাশয়ে সহজে মাছ চাষ করতে পারে। কৃষকদের মাছ চাষে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য মৎস্য বিজ্ঞানীরা নিজেদের ব্যাক্তিগত যোগাযোগের মোবাইল নম্বর দিয়ে দেন চাষিদের। এই প্রশিক্ষণের শেষে মৎস্য চাষিদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও মাছের চারাপোনা। চাষিরা এই প্রশিক্ষণ পেয়ে খুব খুশি, সুজালা নস্কর, কৃষ্ণা পড়িয়ারা এই প্রশিক্ষণ পেয়ে আমরা মাছ চাষের খুটিনাটি জানতে পেরেছি আমরা বাড়ির গৃহবধূ হয়েও মাছ চাষের প্রতি আমাদের যে অভিজ্ঞতা তৈরি হয়েছে তাতে আমরা নিশ্চিত ভাবে মাছ চাষ করতে পারবো।