বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্য সরকারের উদ্যোগে রেড রোডে দুর্গাপুজোর বিসর্জন কার্নিভ্যাল

News Sundarban.com :
অক্টোবর ২৩, ২০১৮
news-image

রাজ্য সরকারের উদ্যোগে রেড রোডে দুর্গাপুজোর বিসর্জন কার্নিভ্যাল। এই নিয়ে তৃতীয়বার। প্রশাসনের দাবি, এবারের আয়োজন গত দু-বছরের রেকর্ড ছাপিয়ে যাবে। রাজকীয় অনুষ্ঠান মঞ্চ থেকে নিরাপত্তার হরেক আয়োজন, কার্নিভ্যালের আগে চেনা রেড রোডের অচেনা রূপ। তিন বছরেই হিট বিসর্জন কার্নিভ্যাল। এবারের অনুষ্ঠানে অংশ নিচ্ছে কলকাতার পঁচাত্তরটি নামী পুজো কমিটি। মঙ্গলের বিকেলে শোভাযাত্রা শুরু হবে সাড়ে চারটে নাগাদ। ফোর্ট উইলিয়ামের দিক থেকে প্রতিমা আর সুসজ্জিত ট্যাবলো নিয়ে এগিয়ে আসবেন পুজোর উদ্যোক্তারা। রেড রোডের ঠিক মাঝামাঝি, মূল মঞ্চের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান পেশের জন্য দেড়-দু মিনিট সময়ও পাবেন তাঁরা।
কার্নিভ্যাল ঘিরে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তা নিয়ে সতর্ক প্রশাসন। সোমবার এ নিয়ে একটি বৈঠকও হয়। তাতে পুলিশ কর্তারা ছাড়াও পূর্ত, পর্যটন ও তথ্যসংস্কৃতি দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ক’দিন আগেই, লন্ডনে টেমস তীরের পর্যটন উৎসবে হাজির হয়েছিল বাংলা। সেখানে দুর্গাপুজোর প্রচার করেছিলেন রাজ্যের প্রতিনিধিরা। এবার তাই বিসর্জন কার্নিভ্যাল দেখতে কলকাতায় আসছেন লন্ডনের অতিথিরা। বিদেশি পর্যটকদের পাশাপাশি উপস্থিত থাকছেন ইস্কনের সদস্যরাও।