শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পুজো তার আগেই রাজ্যে বিনিয়োগের খবর

News Sundarban.com :
অক্টোবর ৯, ২০১৮
news-image

সামনেই পুজো তার আগেই রাজ্যে বিনিয়োগের খবর। শিল্পশহর হলদিয়ায় নয়া এই প্রকল্প নয়া দিগন্ত খুলে দেবে বলে মনে করছে রাজ্য সরকার। ডিসেম্বরেই রাজ্যে আসছে সাড়ে চার হাজার কোটি টাকার বিনিয়োগ। খুলছে এক হাজার কর্মসংস্থানের পথও। হলদিয়ায় এই বিপুল বিনিয়োগ করতে চলেছে চ্যাটার্জি গ্রুপ। আজ ওই প্রকল্পে জমির অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বিনিয়োগের খোঁজে ইতালি, জার্মানি-সহ একাধিক দেশে মুখ্যমন্ত্রীর সফর। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মাধ্যমে শিল্পক্ষেত্রে নিজেদের অবস্থান তুলে ধরা। ফের তার সুফল পেতে চলেছে রাজ্য। ডিসেম্বরেই আসছে বিপুল টাকার বিনিয়োগ। নয়া প্রকল্পের জন্য মঙ্গলবার ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। হলদিয়ায় সাড়ে ৪ হাজার কোটির লগ্নি চ্যাটার্জি গ্রুপের। তৈরি হবে পিউরিফায়েড অ্যাসিড প্ল্যান্ট। ৯৮.৫৭৩ একর জমিতে হবে নয়া প্রকল্প। তাতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ হাজার কর্মসংস্থানের সুযোগ। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ল্যান্ড ব্যাঙ্ক থেকে শিল্পের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ করা হয়েছে।