শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘অনুপ্রবেশকারীদের কোনও দেশেই থাকার অনুমতি নেই গোটা বিশ্বে: রাম মাধব

News Sundarban.com :
সেপ্টেম্বর ১১, ২০১৮
news-image

জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে চলতি বছরের শেষেই ৷ তার আগেই এনআরসি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব ৷ বলেন, এনআরসি-তে যাদের নাম থাকবে না ৷ তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ফের বিতর্ক চরমে ৷

নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি সেমিনারে রাম মাধব বলেন, যারা অবৈধভাবে এদেশে রয়েছেন ৷ এনআরসি তালিকা প্রকাশের পর তাদেরকে চিহ্নিত করা হবে ৷ প্রাথমিকভাবে তাদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে ৷ ভোটার তালিকা থেকেও তাদের নাম বাদ পড়বে ৷ তারপর তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে ৷’

অসমের পাশাপাশি সমস্ত রাজ্যেই জাতীয় নাগরিকপঞ্জী তালিকা প্রকাশের দাবি জানালেন রাম মাধব ৷ তিনি বলেন, ‘সব রাজ্যেই এনআরসি তালিকা প্রকাশ করা উচিত ৷ এই তালিকাই সকল ভারতীয়কে রক্ষা করবে ৷ কারণ অসমের এনআরসি-তে যাদের নাম উঠবে না ৷ তারা অন্য রাজ্যে আশ্রয় খুঁজবে ৷ তাই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য দেশের প্রতিটি রাজ্যেই এনআরসি তালিকা প্রকাশ করা উচিত ৷’রাম মাধব আরও বলেন, ‘‘অনুপ্রবেশকারীদের কোনও দেশেই থাকার অনুমতি নেই গোটা বিশ্বে ৷ কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই ভারত দিনকে দিন ‘ধরমশালা’ হয়ে গিয়েছে ৷’’