রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অবিরাম বৃষ্টিপাতের ফলে কার্যত অচল হয়ে পড়েছে কেরলের জনজীবন

News Sundarban.com :
আগস্ট ১৬, ২০১৮
news-image

বিগত কয়েকদিনের বন্যায় পরিস্থিতিতে কেরলের জনজীবন ব্যাহত হয়েছে ৷ জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়েছে কেরল ৷ অবিরাম বৃষ্টিপাতের ফলে কার্যত অচল হয়ে পড়েছে জাতীয় সড়কগুলিও । মুন্নরে একটি বাসে আটকে রয়েছেন ৮২ জন পর্যটক । ইতিমধ্যেই মৃতের সংখ্যা পৌঁছেছে ৭৩, বন্যা দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী । প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর একযোগে এখনও চালিয়ে যাচ্ছে উদ্ধারকাজ ৷ বন্যা দুর্গতদের উদ্দেশে বিলি করা হচ্ছে ত্রাণ ৷ লাগাতার বৃ্ষ্টিপাতে স্তব্ধ হয়েছে জীবন, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা, বন্যার ফলে দেখা দিয়েছে জলবাহিত রোগ, আস্তে আস্তে মহামারীর রূপ নিচ্ছে তা ৷
বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়েছে কেন্দ্রও । স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর নির্দেশে বিপর্যয় মোকাবিলা বাহিনীর আরও বেশ কয়েকটি দল গিয়েছে কেরলে ।এছাড়া তিনি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে আবেদন করা হয়েছে যাতে বন্যা দুর্গতদের জন্য সাহায্যে হাত যাতে বাড়িয়ে দেওয়া হয় ৷ কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের সঙ্গে যোগাযোগ রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী । প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন একটি ট্যুইটে জানিয়েছেন কেরলে আরও বেশি সংখ্যক লাইফ জ্যাকেট,নৌকা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিষপত্রের সরবরাহ করতেও প্রস্তুত প্রতিরক্ষামন্ত্রক । কেরলের মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন ক্রমাগত পরিস্থিতির দিকে নজর রাখছেন ৷ চলছে একাধিক বৈঠক কেন্দ্রের পক্ষ থেকে ত্রাণ সরূপ অর্থ পাওয়া গেলেও তা প্রবল ক্ষতির সামনে কিছুই না ৷