বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যে নয়া তথ্য প্রযুক্তি হাব

News Sundarban.com :
আগস্ট ১৩, ২০১৮
news-image

তথ্য প্রযুক্তিতে বিনিয়োগ টানতে নয়া উদ্যোগ রাজ্যে। সিলিকন ভ্যালির ধাঁচে তথ্য-প্রযুক্তি হাব তৈরি হচ্ছে রাজ্যে। বেঙ্গল সিলিকন ভ্যালিকে পূর্ব ভারতে সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি হাব হিসাবে গড়ে তুলছে রাজ্য। তথ্য-প্রযুক্তি সংস্থাগুলির জন্য যাবতীয় পরিকাঠামো থাকবে এখানে। হাব তৈরি হলে ৩০ দিনের ভিতর কাজ শুরু করতে পারবে যে কোনও সংস্থা।হাবে বিশেষ ছাড় পাবে শিল্প সংস্থাগুলি। স্টার্ট আপদের জন্য জায়গা বরাদ্দ থাকবে। এই হাবের মাধ্যমে লগ্নির পাশাপাশি তৈরি হবে প্রচুর নতুন কর্মসংস্থান। আমেরিকায় বিখ্যাত সিলিকন ভ্যালির দৌলতেই নতুন জোয়ার এসেছিল তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে। একই মডেলে বাংলাতেও সেই সাফল্য মিলবে বলে আশাবাদী রাজ্য সরকারের।‘বাংলায় মেধার অভাব নেই ৷ জমি থেকে বিদ্যুৎ, সবই আছে বাংলায় ৷ বাংলায় উপযুক্ত পরিকাঠামো আছে ৷ ৪০ একর জমিতে রিলায়েন্সের ডেটা সেন্টার ৷ ১৫ মাসের মধ্যে কাজ শেষ করবে ইনফোসিস ৷ সরকারের সঙ্গে কথা বলেছে কগনিজেন্ট রাজারহাটে তথ্যপ্রযুক্তি হাবের শিলান্যাসে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷