শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের নাম হল ‘বাংলা’

News Sundarban.com :
জুলাই ২৬, ২০১৮
news-image

পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের নাম বদল করার উদ্যোগ নিয়েছেন। প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের নাম বদল করে রাখা হোক ‘বাংলা’ কিংবা ‘বঙ্গ’। এই নাম বদলের প্রস্তাব তিনি পাস করিয়ে নিয়েছেন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। কিন্তু এই প্রস্তাব পাস হওয়ার পরই রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একই প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী থেকে কবি, সাহিত্যিক ও শিল্পীমহলেও। তবে বিজেপি ও কংগ্রেস এই নাম বদলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এখন রাজনৈতিক মহলে নাম বদল নিয়ে জটিলতা দেখা দিয়েছে।সরকারের বক্তব্য অবশ্য যুক্তিপূর্ণ৷ কারণ, জাতীয়স্তরে কোনও সম্মেলনে রাজ্যের তালিকায় ‘B’ অক্ষরটি আগে আসায় বাংলা অগ্রাধিকার পাবে৷ এত দিন ‘W’ থাকায় যে সুবিধা থেকে বঞ্চিত হত এই রাজ্য৷

অবশেষে নাম বদল ৷ পশ্চিমবঙ্গ নয় ৷ এবার থেকে রাজ্যের নাম শুধুই বাংলা ৷ পশ্চিমবঙ্গের নাম এবার বাংলা। বিধানসভায় পাস প্রস্তাব। রাজ্যের নাম বাংলা করা নিয়ে আজ বিধানসভায় প্রস্তাব পেশ করেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সেই প্রস্তাবই বিধানসভায় পাস হয়েছে। প্রস্তাবে সমর্থন জানিয়েছে বাম-কংগ্রেস। সমালোচনা সত্ত্বেও বাংলায় সমর্থন জানিয়েছে সিপিএম ৷ ‘সিপিএমের প্রস্তাবেই রাজ্যের নাম বাংলা ৷ ১৯৯৯-তে বাম সরকার প্রস্তাব দেয় ৷ ২০১৬-এ প্রস্তাবের বিরোধিতা বর্তমান সরকারের ৷ শুধুমাত্র অহংবোধেই বিরোধিতা ৷ সেদিন এই প্রস্তাব গ্রহণ করলেই হত ৷ তাহলে মোদির থাপ্পর খেতে হত না’, বিধানসভায় বললেন বাম বিধায়ক প্রদীপ সাহার ৷ রাজ্যের নাম বদল নিয়ে আলোচনা অংশ নেননি বিজেপি ৷ বিধায়করা প্রস্তাবের বিরোধিতাও করেনি বিজেপি ৷