সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ইভটিজিং রুখতে পথে নেমে পড়ল দ‍্য উইনার্স

News Sundarban.com :
জুলাই ১১, ২০১৮
news-image

প্রতিনিয়ত মেয়েদের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। স্কুল, কলেজ, প্থে ঘাটে, কর্মক্ষেত্রে শারিরীক নির্যাতনের শিকার হচ্ছে। উত্যক্ত করার সুযোগ খোঁজে কেউ কেউ৷ আবার কলকাতার বুকে চলন্ত বাসে হস্তমৈথুন এক মধ্যবয়স্কের। এবার ইভটিজিং রুখতে নতুন পন্থা কলকাতা পুলিশের। স্কুটার নিয়ে পথে নেমে পড়ল দ‍্য উইনার্স। বুধবার থেকে রাস্তায় নেমে পড়লে কলকাতা পুলিশের মহিলা কর্মীদের বিশেষ দল। ট্রাফিক পুলিশের মতোই পোশাকে লাগানো রয়েছে ক‍্যামেরা ৷ ইভটিজারদের শায়েস্তা করতে স্কুটার নিয়ে তৈরি, কলকাতা পুলিশের মহিলা কর্মীরা ৷
আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ, লালবাজারে, পুলিশ কমিশনারের সঙ্গে হাত মিলিয়ে পথ চলা শুরু করে মহিলা পুলিশ কর্মীদের এই বিশেষ দল। ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট, এক্সাইড, এলগিন রোড – স্কুটারে চেপে এ সব চত্বরে নজরদারি চালায়।
কয়েক মাস ধরে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। ইভটিজিং রুখতে দ‍্য উইনার্স কাজ শুরু করে দিল। যে সব জায়গায় ইভটিজিংয়ের অভিযোগ বেশি, সেখানে থাকবে বাড়তি নজরদারি। এখন এই বিশেষ দলে রয়েছেন জনা বিশেক মহিলা পুলিশ কর্মী। সংখ‍্যাটা আগামী দিনে আরও বাড়বে।