রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সাত মহিলা মৎস্য বিক্রেতাকে সাইকেল, হাঁড়ি, মাপক যন্ত্র বিতরন

News Sundarban.com :
মার্চ ১৫, ২০১৮
news-image

দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম-এর মহিলা শাখার সাত মহিলা মৎস্য বিক্রেতাকে সাইকেল, হাঁড়ি, মাপক যন্ত্র ও মাছ ক্রয়ের জন্য ১৫০০ টাকা দেওয়া হয়। সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) ডায়মন্ড হারবারের অফিস থেকে । গত বছরে ২১ সেপ্টেম্বর ফোরামের মহিলা শাখা, মৎস্য মন্ত্রীকে তাদের দাবি নিয়ে স্মারকলিপি জমা দেয়। তারই পরিপ্রেক্ষিতে এদিন এই সরকারি সহায়তা প্রদান করা হয় বলে জানায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার, সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) শ্রী সুরজিৎ কুমার বাগ, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম-এর মহিলা শাখার নেত্রী মানসী বেরা, তাপসী দোলুই, ফোরামের সাধারণ সম্পাদক মিলন দাস, সহ সম্পাদক বিধান চন্দ্র দে, সাগর মৎস্যজীবী ফোরাম-এর সম্পাদক আবদার মল্লিক প্রমুখ। মানসী বেরা মহিলা মৎজীবীদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি বিধায়ক ও সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) -এর হাতে তুলে দেন। বিধায়ক ও সহ মৎস্য অধিকর্তা উভয়েই মহিলা মৎজীবীদের দাবিগুলিকে বিবেচনা করা ও সবরকমের সহায়তা করার আশ্বাস দেন। বিধায়ক মৎস্য বিক্রেতা নীলিমা মন্ডলের হাতে সাইকেল তুলে দিয়ে বিতরনের কাজ শুরু করে।