রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রাকে বিস্ফোরনে সোমালিয়ায় নিহত ২৩১

News Sundarban.com :
অক্টোবর ১৬, ২০১৭
news-image

সোমালিয়ার মোগাদিসু শহরের একটি হোটেলের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণে নিহত হয়েছেন ২৩১ জন মানুষ ৷ আহতের সংখ্যা ২৭৫ ৷
আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অনেকের অবস্থা গুরুতর। গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে৷ রবিবার সকালে এই ঘটনা ঘটে। বারবার নাশকতায় রক্তাক্ত হয়েছে আফ্রিকার দেশ সোমালিয়া। রাজধানী মোগাদিসুর হোটেলে একাধিকবার হামলা হয়েছে। বিদেশ নাগরিকদের খুন করা হয়েছে। আল শাহবাব জঙ্গি সংগঠনটির প্রধান আহমেদ উমর। তার নেতৃত্বে ভয়াবহ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
বিস্ফোরণে নিহতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা। পাশাপাশি, সোমালিয়ার রাজধানী শহর কি জঙ্গি কবলে চলে যাবে? উঠছে এই প্রশ্ন। যদিও রাজধানী নিরাপত্তায় সেনা প্রস্তুত রেখেছে সরকার।