All posts by tapas

ফের শীত ফিরে এসেছে তিলোত্তমায়, শীতের আগমণ হয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্রই

আচমকা উধাও হয়ে যাওয়ার পর ফের শীত ফিরে এসেছে তিলোত্তমায়, শীতের আগমণ হয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্রই। উত্তরবঙ্গ তো এমনিতেই কাঁপছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, ধীরে ধীরে মেঘমুক্ত হয়ে পরিষ্কার হয়ে উঠবে আকাশ। ২৪ ও ২৫ জানুয়ারি দার্জিলিং-এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখন মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী কয়েক দিন রাজ্যের তাপমাত্রাতেও খুব একটা হেরফের হবে না। অর্থাৎ, আরও বেশ কয়েক দিন জমিয়ে শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। রবিবারও শীতের আমেজ অনুভূত হয়েছে কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের সর্বত্রই।

কলকাতার এসএফআইয়ের সম্পাদক হলেন দীধিতি রায়, সভাপতি পদে এলেন বর্ণনা মুখোপাধ্যায়

বড়সর রদবদল এসএফআই সংগঠনে। একসঙ্গে শীর্ষ পদে আনা হল দুই নেত্রীকে। কলকাতা জেলার এসএফআইয়ের সম্পাদক হলেন দীধিতি রায়, সভাপতি পদে এলেন বর্ণনা মুখোপাধ্যায়। দুজনই উত্তর ২৪ পরগনার জেলার বাসিন্দা। শনিবার রাতে সংগঠনে রদবদল করা হয়েছে। তবে এনিয়ে কলকাতা জেলা এসএফআইয়ের অন্দরে কিছুটা বিরোধিতাও হয়েছে বলে খবর সূত্রের। একই সঙ্গে বিরলতম ঘটনা।

উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে মীনাক্ষী মুখোপাধ্যায় যথেষ্ট চর্চিত মুখ। তার সাফল্য অনেকটা উদ্বুদ্ধ করেছে বাম সংগঠনকে। তাই আগামীদিনে লড়াই আরও জোরদার করতে সিপিআইএম তরুণ তুর্কিদের পাশাপাশি মহিলা মুখের ওপর জোর দেওয়া হচ্ছে।

রাত পোহালে অযোধ্যায় উদ্বোধন, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে পাঠানো হল জেলার সুগন্ধি চিনি গোবিন্দ ভোগ চাল

রাত পোহালে অযোধ্যায় উদ্বোধন রাম মন্দিরের। আর তাই পুজোর ভোগের জন্য দক্ষিণ দিনাজপুর জেলা থেকে পাঠানো হল জেলার সুগন্ধি চিনি গোবিন্দ ভোগ চাল। রবিবার সকালে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অযোধ্যার উদ্দেশ্যে এই চিনি আতপ চাল পাঠানো হয়েছএ। নারকেল ফাটিয়ে রামের পতাকা নাড়িয়ে চালের গাড়ির সূচনা করেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বালুরঘাট থেকে একটি গাড়িতে করে মোট ১ হাজার ১ কেজি গোবিন্দভোগ চাল পাঠানো হয়েছে। সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “আমাদের জেলার এই চাল বিখ্যাত। খিচুড়ি রান্নার জন্য জনপ্রিয়। দেশের বিভিন্ন জায়গা থেকে রামমন্দির উদ্বোধনের আগে এই উপহার পাঠানো হচ্ছে। বালুরঘাট থেকে চিনি আতপ চাল পাঠিয়ে নিজেদের কৃতার্থ মনে করছি।”

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার অন্যান্য জেলা নেতৃত্বরা। এদিন বালুরঘাট থেকে মোট ১ হাজার এক কিলো জেলার সুগন্ধি চিনি আতপ চাল অযোধ্যার উদ্দেশ্যে পাঠানো হল।

প্রসাদ দেওয়ার নামে সাধারণ মানুষকে ঠকানোর অভিযোগ

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, ওই দিনই মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হবে। হিসেব মত রাম মন্দিরের উদ্বোধন হতে বাকি রয়েছে আরও দুদিন। প্রসাদ দেওয়ার নামে সাধারণ মানুষকে ঠকানোর অভিযোগ উঠল এক নামী অনলাইন বিপণি সংস্থার বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিপণি সংস্থাকে সতর্ক করে নোটিশ দিল কেন্দ্রীয় সরকার।

এই বিষয়ে কেন্দ্রকে অভিযোগ জানায় কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। তারা বলেন, একটি নামী অনলাইন বিপণি সংস্থা রামমন্দিরের ‘প্রসাদ’ দেওয়া হবে বলে মানুষকে বিভ্রান্ত করছে। সিএআইটি-র থেকে এই অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ করেছে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি। ইতিমধ্যেই তারা ওই সংস্থাকে নোটিশ পাঠিয়ে জবাব তলব করেছে। কেন এই ধরনের কাজ করেছে ওই বিপণি সংস্থা, তার জন্য ৭ দিনের সময় দেওয়া হয়েছে জবাবদিহি করার জন্য। পাশাপাশি হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, সংস্থা যদি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হয় তা হলে ২০১৯-এর উপভোক্তা আইনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

আমরা কিছুই জানি না, এক পয়সাও নিইনি, দাবি ধৃত শঙ্কর আঢ্যর

আমরা কিছুই জানি না। এক পয়সাও নিইনি। এটা একটা অভিযোগ। এর কোনও প্রমাণ নেই।’’ শনিবার মন্ত্রীর টাকার লেনদেন নিয়ে প্রশ্ন করা হলে ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য ওরফে ‘ডাকু’ এ কথা বলেন।

শঙ্করের ইডি হেফাজতের মেয়াদ ফুরিয়েছে। শনিবার তাঁকে আদালতে হাজির করানো হবে। তার আগে ইডি দফতর থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় শঙ্করকে। তখনই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি।

‘রেশন ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কত টাকা লেনদেন করেছেন?’ সাংবাদিকরা সেই প্রশ্ন করলে ইডির হাতে গ্রেফতার হওয়া শঙ্কর আঢ্যও পাল্টা প্রশ্ন তুললেন। কী ভাবে জ্যোতিপ্রিয় হেফাজতে থাকাকালীন চিঠি লিখলেন, চিঠি লেখার জন্য কাগজ-কলম কোথা থেকে পেলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি আবার দাবি করেছেন, রেশন ‘দুর্নীতি’র সঙ্গে তিনি কোনও ভাবেই যুক্ত নন।

কথা দিয়ে কথা রাখার নামই তৃণমূল

ধূপগুড়ি নিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা রাখতে পারলেন। সেটা তাঁর কাছে খুব বড় ব্যাপার। তাই বিজ্ঞপ্তি প্রকাশের পর শুক্রবার টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বিজ্ঞপ্তির ছবি টুইট করে তিনি লিখেছেন, “কথা দিয়ে কথা রাখার নামই তৃণমূল।” তাঁর কথায়, “অনেকটা পথ এখনও হাঁটতে হবে। কিন্তু আজ চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছি, উদযাপনের উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে মুখগুলো।”

ভোটের ঠিক আগে অভিষেক ঘোষণা করেছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। ভোটে জোড়াফুল জেতার পর বিজেপি প্রার্থী স্বীকার করেছিলেন, অভিষেকের ওই এক ঘোষণা ম্যাজিকের মতো কাজ করেছিল। তাতেই তিনি হেরেছেন।

কিন্তু অভিষেকের অভিমান ছিল, তাঁর সেই ঘোষণা বাস্তবায়িত করতে নবান্ন দেরি করেছে। ডেডলাইন পেরিয়ে গেছে। এর পর কোন মুখ নিয়ে ধূপগুড়িতে ফের যাবেন তিনি?

দেরি একটু হয়েছে বটে। কিন্তু ঘরোয়া আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে কাউকে বলেছেন, বিশ্বাস করুন, এটা প্রশাসনের ত্রুটি নয়। বিচারবিভাগীয় জটিলতার কারণে আটকে ছিল।

গত শনিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের সঙ্গে তাঁর আলোচনার পর জট কেটে গেছে। বৃহস্পতিবার সন্ধেয় নতুন মহকুমা তৈরির খবর সংবাদমাধ্যমকে দেন মুখ্যমন্ত্রী। তার পর শুক্রবার বিজ্ঞপ্তিও জারি হয়ে যায়।
হিন্দিতে ধূপ শব্দের অর্থ হল রোদ্দুর। তৃণমূলের অনেকেই এদিন অভিষেকের টুইটে উচ্ছ্বসিত। কারণ, দিদি ও অভিষেকের সম্পর্কে শৈত্য নিয়ে তাঁরা চিন্তায় ছিলেন। এখন অন্তত কিছুটা হলেও রোদ দেখতে পাচ্ছেন।

দিল্লিতে সরকারি বাসভবন খালি করে দিলেন মহুয়া মৈত্র

মহুয়া মৈত্রকে ‘উচ্ছেদ’ করতে দিল্লির বাংলোতে দল পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে মহুয়ার আইনজীবী জানিয়েছেন, কেন্দ্রীয় দল পৌঁছনোর আগেই বাংলো খালি করে দিয়েছেন তাঁর মক্কেল। শুক্রবার সকাল ১০টা নাগাদ বাংলো খালি করে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে ডিরেক্টরেট অফ এস্টেট (ডিওই)-এর একটি দল মহুয়ার বাংলোতে পৌঁছয়। তাদের হাতে বাংলোর জিনিসপত্র তুলে দেওয়া হয়।

মহুয়ার আইনজীবী শাদান ফারাসাত বলেন, ‘‘নতুন দিল্লির টেলিগ্রাফ লেনে ৯বি নম্বর যে বাড়িটিতে মহুয়া মৈত্র ছিলেন, শুক্রবার সকাল ১০টার মধ্যে তা সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে। মহুয়ার আইনজীবীরা ডিরেক্টরেট অফ এস্টেট-এর হাতে বাংলোর জিনিসপত্র তুলে দিয়েছেন। ডিওই আসার আগেই বাংলো খালি করা হয়েছিল। ফলে কোনও ‘উচ্ছেদ’ হয়নি।’’

অস্ট্রেলিয়ার পার্থে নতুন রাম মন্দির তৈরির কথা ঘোষিত হল

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আর ওইদিন মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে । তার মধ্যেই নতুন রাম মন্দির তৈরির কথা ঘোষিত হল। অস্ট্রেলিয়ার পার্থে ৭২১ ফুট উঁচু মন্দির বানানো হবে । ১৫০ একর জমির উপর তৈরি এই রাম মন্দিরই হবে বিশ্বের উচ্চতম রামমন্দির ।

জানা গিয়েছে, শ্রীরাম বেদিক অ্যান্ড কালচারাল ট্রাস্টের উদ্যোগে তৈরি হবে এই মন্দির। তবে শুধু মন্দির নয়, ১৫০ একর জমি জুড়ে একটি হাব বানানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। হোটেল, রেস্তরাঁ সবকিছুর ব্যবস্থাই থাকবে মন্দির চত্বরে। এমনকি রামায়ণের কাহিনীর অনুকরণে চিত্রকূট বটিকা, পঞ্চবটী বটিকার বাগানও বানানো হবে সেখানে।

এতেই শেষ নয়। মন্দির চত্বরে থাকবে রাম নিবাস হোটেল। পুণ্যার্থীদের জন্য মন্দির চত্বরে তৈরি হবে সীতা রসোই রেস্তরাঁ, রামায়ণ সদন গ্রন্থাগার ও তুলসীদাস হল। আপাতত গোটা মন্দির চত্বরের নকশা তৈরির কাজ চলছে বলেই খবর। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, যোগা কোর্ট, ধ্যানের জন্য আলাদা কোর্ট সমস্ত কিছুর ব্যবস্থা থাকবে মন্দির চত্বরে। রামকে নিয়ে তৈরি হবে বিশেষ মিউজিয়াম। প্রযুক্তির গুরুত্ব তুলে ধরতে টেকনোলজি গার্ডেনও থাকবে মন্দির চত্বরে।

বইমেলায় প্রতারকদের ঠেকাতে কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা ও বিধাননগর পুলিশ

বইমেলায় একদিকে যেমন দেশ-বিদেশের বইয়ের স্টল থাকে, তেমনই থাকে আরও কিছু অন্য ধরণের স্টলও। সঙ্গে অনুষ্ঠান, ক্যুইজ কনটেস্ট বা বিভিন্ন গেম শো। তার সঙ্গে থাকে আবার বিভিন্ন ধরণের লাকি ড্র ও পুরষ্কারের ঘোষণা। সেই কারণে অনেক সময়ই বইমেলায় যাওয়া ক্রেতাদের নাম বা ফোন নম্বর নেওয়া হয়ে থাকে। তবে বিভিন্ন ভুঁইফোড় সংস্থার এই ধরণের লাকি ড্র বা কুপনের মধ্যে লুকিয়ে থাকতে পারে প্রতারণার বীজ। এমনটাই খবর পুলিশ সূত্রে।

গত বছর বইমেলায় ১২ দিনে বিধাননগর ও কলকাতা পুলিশে এমন প্রতারণা ও প্রতারণার চেষ্টার অভিযোগ জমা পড়েছে মোট ১৪৭টি। বেশির ভাগ অভিযোগের ক্ষেত্রেই দেখা যায়, প্রতারিতরা নিজের নাম ছাড়াও ফোন নম্বর বা ইমেল আইডি-র মধ্যে কোনও একটা বইমেলায় ওইসব কুপনে উল্লেখ করে এসেছিলেন। আর সেই দিয়েই হয়েছে প্রতারণা। অভিযোগ, কারও ক্ষেত্রে হাতিয়ে নেওয়া হয়েছে ব্যাঙ্কে গচ্ছিত টাকা তো, কারও ক্ষেত্রে অজান্তেই ঘাড়ে চেপেছে ঋণের বোঝা! কোথাও আবার ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওযার ভয় দিয়ে জোর করে নেওয়া হয়েছে টাকা।

এবার তাই এই ধরণের প্রতারকদের ঠেকাতে কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা ও বিধাননগর পুলিশ। সূত্রের খবর, শপিং মল, বাজার এলাকা বা মেলা চত্বর থেকে জোগাড় করা মানুষের এই সমস্ত তথ্যই চলে হয়ে যাচ্ছে জামতাড়া-সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতারকদের কাছে। সংগৃহিত সেই সব ফোন নম্বর বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে।

এবার তাই এই ধরণের তথ্য সংগ্রহ আটকাতে শুরু থেকই মেলায় নজরদারি চালানোর পরিকল্পনা করেছে পুলিশ। সেক্ষেত্রে যাঁরা কুপন হাতে ঘুরবেন, তাঁদের সমস্ত তথ্য লিখে রাখার পরিকল্পনা করা হয়েছে। এমনকী তাঁরা কোন সংস্থার হয়ে কাজ করছেন, বা আদতেও কোনও সংস্থার প্রতিনিধি কি না, সেই বিষয়টিও খোঁজ নিয়ে দেখা হবে।

ইরানে নিযুক্ত পাকিস্তানি কূটনীতিককে ডেকে পাঠায় ইব্রাহিম রাইসির প্রশাসন

বৃহস্পতিবার ইরানের বালোচ অধ্যুষিত এলা কায় মিসাইল হামলা চালায় পাকিস্তান। এই হামলার জেরে প্রাণ হারান নয়জন। সেই তালিকায় রয়েছে চার শিশু ও তিন মহিলাও। যদিও তাঁদের কারোওর কাছেই ইরানের নাগরিকত্ব নেই বলে সূত্র মারফত জানা গিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইরানের সিয়েস্তান-ও-বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে সমন্বিত সামরিক হামলা চালানো হয়েছে। এই ঘটনার পরই ইরানে নিযুক্ত পাকিস্তানি কূটনীতিককে ডেকে পাঠায় ইব্রাহিম রাইসির প্রশাসন। যদিও ডেকে পাঠিয়ে কী নির্দেশ দেওয়া হয়েছে সেই নিয়ে কোনও তথ্য মেলেনি।

উল্লেখ্য, বুধবারই পাকিস্তান থেকে বহিস্কার করা হয় ইরানের রাষ্ট্রদূতকে। সেই সঙ্গে ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও দেশে ফিরে আসতে নির্দেশ দেয় ইসলামাবাদ। সবমিলিয়ে, দুই দেশের মধ্যে কূটনৈতিক বিবাদ থামার কোনও লক্ষণ নেই।