All posts by tapas

নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী

কাজ করব আমরা, আর ওরা খালি বসে বসে বিজ্ঞাপনে মুখ দেখাবে।” ‘সব কিছুতে প্রধানমন্ত্রীর ছবি দেওয়ার’ প্রসঙ্গটি টেনে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। বলেন, “নির্বাচনের আগে বলবে, এই তো আমি দিলাম। যেন জমিদারির টাকা দিচ্ছে। মেয়েরা কাপড় কিনতে গেলেও জিএসটি দিতে হচ্ছে। বই কিনতেও জিএসটি। আমার এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছো আর আমার ভাগটা দিচ্ছো না।”

এরপরই টিপ্পনীর সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষ মরে গেলে ছবি দিতে পারে! সেটা এখনও দেওয়া শুরু করেনি। তবে হয়তো সেখানেও সেলফি লাগিয়ে দেবে!”

সোমবার কোচবিহারে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ সেই সভার মঞ্চ থেকে একাধিক বিষয়ে তিনি কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রের শাসক দল বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের কাজ নিয়ে বিরোধী বিজেপি শিবিরের কটাক্ষের প্রসঙ্গ টেনে মমতা বলেন, “আমি রাস্তা দিয়ে গেলে বলছে চোর। এত সাহস। আমার ধর্মের প্রতি বিশ্বাস থাকলে ওদের একদিন জিভ খসে পড়বে। আমি আজও এক পয়সা কারও থেকে চা খাইনি। সার্কিট হাউজে থাকলে টাকা দিই। সরকার থেকে মাইনে নিই না। কোচবিহারে ধাক্কা খেলে আমার হৃদয়ে ধাক্কা লাগে। আমি বারবার তাই ছুটে আসি এখানে।”
এই সঙ্গে তাঁর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের একাধিক উদাহরণ তুলে ধরেন৷ এ রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থানের মানোন্নয়নে যে তাঁর সরকার অর্থ খরচ করেছে, সেই কথাও তিনি উল্লেখ করেন ৷

কলকাতা এবং উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবারও বৃষ্টি হতে পারে

কলকাতা এবং উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবারও বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন শীতের সকাল ও বিকেল আচ্ছন্ন হয়ে থাকবে মেঘলা আকাশ এবং ঘনকুয়াশায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনই ইঙ্গিত দিচ্ছে। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও বেশ কিছুটা বাড়তে চলেছে। যদিও সোমবার সকালেও কলকাতা এবং শহরতলিতে শীতের আমেজ বজায় ছিল। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারির শুরুর দিকে কলকাতায় আবার বৃষ্টি হতে পারে। আগামী দু’দিন শহরে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তার পর থেকে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাই আগামী কয়েক দিনে উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাবে। পরিবর্তে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকবে সমুদ্রের দিক থেকে। সেই কারণেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বাড়বে তাপমাত্রাও।

মঙ্গলবার থেকে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টি, কুয়াশা, মেঘলা আকাশ থাকবে। কলকাতা-সহ গোটা রাজ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বুধ এবং বৃহস্পতিবার। শুক্রবার বৃষ্টির পূর্বাভাস না থাকলেও মেঘলা, কুয়াশা ঢাকা পরিবেশ বিশেষ বদলাবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার, ৩ ফেব্রুয়ারি থেকে আকাশ কিছুটা পরিষ্কার হবে।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কবীর সুমন

হাসপাতালে চিকিৎসাধীন কবীর সুমন। গুরুতর অসুস্থ অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিইউতে ভর্তি করানো হয়েছে তাঁকে।

সূত্রের খবর, সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হন শিল্পী। সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু হয়ে যায়। চিকিৎসকেরাও যতটা দ্রুত সম্ভব বোর্ড গঠন করে শুরু করেন চিকিৎসা। তাঁর গানে মুগ্ধ ভক্তেরা দ্রুত আরোগ্য কামনা করছেন কবীর সুমনের।

শিল্পীর অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভক্তেরা। তাঁর শরীরে অন্য আর কোনও সমস্যা হয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

উত্তরবঙ্গ জেলা সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সফরে রওনা দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুর ৩:২৪ নাগাদ কলকাতা থেকে বিমানে হাসিমারা উড়ে গেলেন। সেখান থেকে চপারে কোচবিহারে পৌঁছবেন তিনি। ৪ দিনের উত্তরবঙ্গে সফরে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার তিনি আবারও কলকাতায় ফিরবেন। মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২৮ জানুয়ারি হাসিমারায় সভা।২৯ জানুয়ারি কোচবিহার ও শিলিগুড়িতে সভা, ৩০ জানুয়ারি রায়গঞ্জ ও বালুরঘাটে সভা, ৩১ জানুয়ারি মালদা, মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরে সভা, ১ ফেব্রুয়ারি শান্তিপুরে সভা রয়েছে।

নবমবারের জন্য মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার

পঞ্চমবার জোট বদলে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার। রবিবার সকালে আরজেডি-র সঙ্গ ছেড়ে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। বিকেলেই বিজেপির সমর্থনে আবার বিহারের মসনদে বসলেন নীতীশ। রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। একইসঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপির সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা। এবারের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শপথ নেওয়ার সময় রাজভবনে শোনা যায় মোদি মোদি স্লোগানও।

ঠান্ডার রেশ এখনও কায়েম রয়েছে কলকাতায়, রবিবার আরও কিছুটা নেমেছে তাপমাত্রার পারদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবারও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, বুধবার অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে আবারও মেঘ জমবে কলকাতা-সহ পুরো দক্ষিণবঙ্গের আকাশে। জানুয়ারির শেষ থেকে বদল আসতে পারে রাজ্যের আবহাওয়ায়। নতুন মাসের প্রথম দিন থেকে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। ফলে আবার চড়বে তাপমাত্রার পারদ।

তবে, ঠান্ডার রেশ এখনও কায়েম রয়েছে কলকাতায়। শুধু কলকাতা নয়, প্রায় গোটা দক্ষিণবঙ্গেই রবিবারও শীত অনুভূত হয়েছে। তিলোত্তমায় রবিবার আরও কিছুটা নেমেছে তাপমাত্রার পারদ। খুব কনকনে ঠান্ডা না থাকলেও শীতপ্রেমীদের আরাম দিতে একটানা বইছে উত্তুরে হাওয়াও। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নীচে। শীতের আমেজ আর কত দিন থাকবে, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঁকি দিয়েছে মানুষের মনে। এরইমধ্যে ফেব্রুয়ারি মাসের শুরুতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।

জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে মালদা ও দুই দিনাজপুর সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। শনিবার এমন্টাই জানালো আলিপুর আবহাওয়া দফতর।

আগামী তিন থেকে চার দিন আবহাওয়া মনোরম থাকবে পশ্চিমবঙ্গে। সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে কুয়াশাছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। তিন থেকে চার জেলায় রয়েছে কোল্ড ডে পরিস্থিতি। তবে জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বৃষ্টিপাত হতে পারে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে ফের একবার তৈরি হচ্ছে একটি উচ্চচাপ বলয়। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্প প্রবেশ করবে। ফলে উপকূল সংলগ্ন জেলাগুলিতে মাসের শেষে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িও কোচবিহারে রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। পাশাপাশি শিলিগুড়িতেও কুয়াশার দাপট থাকতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে।

ফের পশ্চিমবঙ্গে সফরে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ

সামনেই লোকসভা নির্বাচন ৷ তার আগে ফের পশ্চিমবঙ্গে সফরে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ ৷ অমিত শাহের বঙ্গ সফরসূচি চূড়ান্তও হয়ে গিয়েছে ৷ বঙ্গ বিজেপি সূত্রের খবর, আগামী ২৮ জানুয়ারি, রবিবার রাত ৯টা ৫৫মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবে অমিত শাহের বিমান৷ সেখান থেকে সোজা নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে যাবেন তিনি৷ সেখানেই রাত্রিবাস৷

সোমবার সকালে হোটেল থেকে বেরিয়ে প্রথমে উত্তর ২৪ পরগনার বরানগরের মহামিলন মঠে যাবেন তিনি৷ সেখানে বিগ্রহ দর্শন এবং নাম সংকীর্তনে অংশ নেবেন৷ সকাল ১১টা নাগাদ মহামিলন মঠ থেকে বেরিয়ে ফের চলে যাবেন হোটেলে৷ সেখানে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে এক ঘণ্টার বিশেষ বৈঠক রয়েছে তাঁর৷ এরপরে দুপুর দু’টো নাগাদ হোটেল থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর পৌঁছবেন শাহ৷ সেখান থেকে বিএসএফের হেলিকপ্টারে রওনা দিয়ে দুপুর ২ টো বেজে ৫৫ মিনিট নাগাদ পৌঁছবেন পূর্ব মেদিনীপুরের মেচেদার ইসকন ময়দান হেলিপ্যাড গ্রাউন্ডে। বেলা ৩:০০ টে থেকে বিকেল ৪টে পর্যন্ত মেচেদায় জনসভা করবেন শাহ। তারপর সেখান থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর হয়ে ফিরবেন নিউ টাউনের হোটেলে। বিকেল ৫টা ৪৫মিনিট নাগাদ হোটেল থেকে বেরিয়ে যাবেন সায়েন্সসিটি অডিটোরিয়ামে৷ সেখানে সন্ধে ৬টা ১৫ মিনিট নাগাদ দলীয় সম্মেলন। ৬:১৫ থেকে ৭ টা ১৫ পর্যন্ত সায়েন্সসিটিতেই থাকবেন শাহ। এরপর সেখানেই নৈশভোজ করে বাই রোড রাত ৮টা নাগাদ পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে ফিরে যাবেন দিল্লি।

প্রয়াত বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় শিল্পী শ্রীলা মজুমদার

প্রয়াত বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় শিল্পী শ্রীলা মজুমদার। বিগত ৩ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন শ্রীলা। শেষপর্যন্ত মারণ ব্য়াধির কাছে হার মানতে হল অভিনেত্রীকে। সংবাদ প্রতিদিন ডিজিটালের কাছে অভিনেত্রীর মৃত্য়ুর খবর নিশ্চিত করেছেন তাঁর স্বামী। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৬৫ বছর।

শ্রীলা মজুমদারের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইটারে  লিখেছেন, ‘আজ বিকেলে চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যু সংবাদে শোকাহত। শ্রীলা ছিলেন একজন উল্লেখযোগ্য এবং শক্তিশালী অভিনেত্রী যিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য ভারতীয় চলচ্চিত্রে অসামান্য ভূমিকা পালন করেছিলেন। এটি বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য একটা বড় ক্ষতি। আমরা ওঁর দুর্দান্ত উপস্থিতির অভাব বোধ করব। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি প্রসন্ন বি ভারালে

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি প্রসন্ন বি ভারালে। বৃহস্পতিবার সকালে প্রসন্ন বি ভারালে-কে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিচারপতি, আইনজীবী ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি কর্তারা।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণেই আয়োজিত এক অনুষ্ঠানে বিচারপতি ভারালে-কে শপথবাক্য পাঠ করান। প্রসঙ্গত, বুধবারই কেন্দ্রের তরফে বিচারপতি ভারালে-র নাম সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়। আর বৃহস্পতিবার তিনি শপথগ্রহণ করেছেন। বিচারপতি ভারালের শপথগ্রহণের পর শীর্ষ আদালতে মোট বিচারপতির সংখ্যা বেড়ে হল ৩৪।