বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শীতের একটা লম্বা ইনিংসের পর তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

News Sundarban.com :
ডিসেম্বর ২৪, ২০২৩
news-image

শীতের একটা লম্বা ইনিংসের পর তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে রাজ্যে। তার জেরেই উধাও হচ্ছে ঠান্ডা। তার জেরেই বাড়তে চলেছে তাপমাত্রা। রবিবাসরীয় কলকাতায় অনেকটাই বেড়েছে তাপমাত্রার পারদ, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

হালকা ঠান্ডা অনুভূত হলেও, রবিবার তুলনামূলকভাবে শীত অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গের। কলকাতা লাগোয়া জেলাগুলিতেও শীত কিছুটা কমেছে, তবে, রবিবার ভোরের দিকে ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। আবহবিদরা জানিয়েছেন, পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলায় মেঘলা আকাশের পরিস্থিতি থাকবে। ২৪ থেকে ২৯ তারিখে শুষ্ক আবহাওয়া থাকবে।