বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শীতের শিরশিরানি গ্রাম বাংলায়, কাঁপছে গোটা দক্ষিণবঙ্গ

News Sundarban.com :
ডিসেম্বর ১৪, ২০২৩

আকাশ পরিষ্কার, বিনা বাধায় প্রবেশ করছে উত্তুরে হাওয়া, এরই সৌজন্যে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে গোটা পশ্চিমবঙ্গে। শীতের শিরশিরানিতে কাঁপছে গ্রাম বাংলা, শহরাঞ্চলেও ঠান্ডা কম নয়। মহানগরীতে তাপমাত্রার পারদ-পতন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আগের দিনের তুলনায় বৃহস্পতিবার কলকাতায় সামান্য বেড়েছে তাপমাত্রা।

তাপমাত্রার মাপকাঠিতে উত্তরবঙ্গের জেলাগুলিকে এখন টেক্কা দিচ্ছে পশ্চিমের জেলাগুলি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কালিম্পংয়ের চেয়েও কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাঁকুড়া এবং বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১১ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। আগামী কয়েক দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না বলেই জানিয়েছেন আবহবিদরা।