রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পারদ চড়ছে তিলোত্তমায়, দক্ষিণবঙ্গে উধাও শীত

News Sundarban.com :
নভেম্বর ৩০, ২০২৩
news-image

আচমকাই শীতের আমেজ উধাও হয়ে গিয়েছে তিলোত্তমা থেকে, ঠান্ডা মালুম হচ্ছে না দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উপকূলবর্তী জেলাগুলিতেও শীত একেবারেই উধাও। তবে, কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গের পাহাড়। দার্জিলিং, কার্শিয়াং-এ এখন জমজমাট ঠান্ডা। শীত উধাও হওয়ার নেপথ্যে রয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ।

দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। ১ ডিসেম্বর সেটি আরও এগিয়ে এসে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এ পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হলেও সেটি কোথায় আছড়ে পড়বে তা এখনও বোঝা যায়নি। এর প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।