শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দীপাবলির সন্ধ্যায় অযোধ্যায় ২৪ লক্ষ প্রদীপ জ্বালানো হবে অযোধ্যায়

News Sundarban.com :
নভেম্বর ১১, ২০২৩
news-image

আলোর উৎসব দীপাবলিতে সেজে উঠেছে অযোধ্যা। দীপাবলির উৎসব শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে অযোধ্যায়। উত্তর প্রদেশের পর্যটনমন্ত্রী জয়বীর সিং ট্যাবলো শোভাযাত্রার উদ্বোধন করেছেন। আগামীকাল দীপাবলির সন্ধ্যায় অযোধ্যায় ২৪ লক্ষ প্রদীপ জ্বালানো হবে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই দীপোৎসবের উদ্বোধন করবেন । তার জন্য সেজে সরযূ নদী ৫১টি ঘাটে । একই সঙ্গে জ্বালানো হবে সেই প্রদীপ। এ নিয়েই তৈরি হবে এক সঙ্গে সবথেকে বেশি প্রদীপ জ্বালানোর রেকর্ড।

আগামীকাল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই দীপোৎসবের উদ্বোধন করবেন। রবিবার দুপুর ৩টে থেকেই শুরু হয়ে যাবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষ্যে উত্তর প্রদেশের মন্ত্রিসভার প্রায় সব সদস্য উপস্থিত থাকবেন অযোধ্যায়। সরযূ নদীতে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আরতি করবেন যোগী আদিত্যনাথ। এর পর সাড়ে ৭ টায় জ্বালানো হবে লক্ষাধিক প্রদীপ। সরযূ নদীর তীরে বিভিন্ন ঘাটে এই প্রদীপ জ্বালানোর আয়োজন করা হয়েছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ ড্রোন ক্যামেরার মাধ্যমে প্রদীপ জ্বালানোর বিষয়টি পর্যবেক্ষণ করবেন। ২৫ হাজার স্বেচ্ছাসেবক প্রদীপ জ্বালানোর কাজে অংশ নেবেন। পুরো অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন যোগী। এমনকি দীপাবলির রাত অযোধ্যাতেই তিনি কাটাবেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে দীপাবলির আলোয় উদ্ভাসিত অযোধ্যা নিশ্চিতভাবে নজর কাড়বে গোটা দেশ-সহ বিশ্ববাসীর।