বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুতীর্থ-ঐহিকার হাত ধরে টেবিল টেনিসে ব্রোঞ্জ

News Sundarban.com :
অক্টোবর ২, ২০২৩
news-image

টেবিল টেনিসে ঐতিহাসিক ব্রোঞ্জ বাংলার ঘরে, সুতীর্থ-ঐহিকার হাত ধরে। আজ উত্তর কোরিয়ার বিরুদ্ধে সপ্তম গেমের নাটকীয় ম্যাচ। শেষ মুহূর্তে পথ হারালেন সুতীর্থা, ঐহিকা। আর নির্ণায়ক গেমে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না। ব্রঞ্জের পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল দুই বঙ্গ কন্যাকে। সেটাও তো ঐতিহাসিক মুহূর্ত। কারন এশিয়ান গেমসে প্রথম বার মেয়েদের ডাবলসে কোনও পদক এল ভারতীয় টিটি-তে।

উত্তর কোরিয়ার প্রতিপক্ষর বিরুদ্ধে প্রথম গেম জেতে সুতীর্থা-ঐহিকা জুটি। পরের গেমে হার। তৃতীয় গেমে ফের লিড নেয় ভারত। রুদ্ধশ্বাস একটা ম্যাচ। মরিয়া লড়াই করেও বাংলার দুই বঙ্গ কন্যা পারলেন না।

তবে ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখিয়ে গেলেন সুতীর্থা-ঐহিকা। আগামীদিনে এই জুটির ওপর ভরসা রাখলে ভারতীয় টিটির ঝুলিতে আরও বড় সাফল্য আসবে, সেই প্রত্যাশাই করা যেতেই পারে।