রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্য সরকারের তরফে আর কোনও ক্লাবকে আর্থিক অনুদান দেওয়া হবে না!

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৯, ২০২৩
news-image

রাজ্য সরকারের তরফে এবছর আর কোনও ক্লাবকে আর্থিক অনুদান দেওয়া হবে না। ২০১৯ সালে শেষবার ওই খাতে ১৫০০র বেশি ক্লাবকে অনুদান দিতে অতিরিক্ত ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এরপর কোভিড অতিমারি জনিত কারণে ক্লাব গুলিকে অনুদান দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হয়। এবার ওই প্রকল্প পাকাপাকি ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

 

বাছাই করা ক্লাবগুলিকে প্রথম বছর এককালীন ২ লাখ এবং পরবর্তী তিন বছর ১ লাখ করে মোট ৫ লাখ টাকা দেওয়া হত। কিন্তু রাজ্য সরকারের ক্লাবগুলিকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া নিয়ে প্রথম থেকেই বিতর্ক দানা বাঁধে।

সরকার ৪ দফায় মোট ৫ লক্ষ টাকা করে প্রতিটি ক্লাবকে অনুদান দিয়েছিল। এবার সেই আর্থিক অনুদান প্রকল্প বন্ধ করে দেওয়া হল। ২০১৯ সালের পর থেকে এই খাতে ক্লাবগুলিকে একটা টাকাও দেওয়া হয়নি। সেই হিসাবে টাকা দেওয়ার বিষয়টি ৪ বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে। এবার সরকারিভাবে শিলমোহর দেওয়া হল তাতে। নবান্ন সূত্রের দাবি, প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশে ক্লাবগুলিকে আর এই খাতে টাকা দেওয়া হবে না।