বঙ্গোপসাগরে ফের ট্রলার ডুবি, উদ্ধার মৎস্যজীবি

শিল্পা মাইতি,কাকদ্বীপ: বঙ্গোপসাগরে আবারও ডুবলো মৎস্যজীবী ট্রলার। আবহাওয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার গভীর রাতে ঘাটে ফিরছিল এফবি প্রসেনজিৎ নামের ট্রলারটি। সেইসময় পাথরপ্রতিমার সীতারামপুর থেকে আরও ২৫ কিলোমিটার গভীরে সমুদ্রের উত্তাল ঢেউয়ের জেরে উল্টে যায় ট্রলারটি।
ট্রলারে ১৭ জন মৎস্যজীবী ছিলেন। ডুবন্ত টলার থেকে বাঁচার জন্য চিৎকার করতে থাকে মৎস্যজীবীরা। সেই সময় পাশের একটি ট্রলার ওই ১৭ জনকে উদ্ধার করে। উদ্ধার মৎস্যজীবীদের কাকদ্বীপে নিয়ে আসা হচ্ছে।
ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের জন্য আরও ট্রলার পাঠানো হয়েছে। গত ৫ দিন আগে কাকদ্বীপ ঘাট থেকে ইলিশ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিল এই ট্রলারটি। কয়েকদিন ইলিশ ধরার পর আবহাওয়ার সতর্কবার্তা পেয়ে ঘাটে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।