সুন্দরবনের পাথর প্রতিমায় দশম শ্রেণির ছাত্রের পাখি প্রেম লোকের মুখে মুখে

শিল্পা মাইতি,পাথরপ্রতিমা: উপকারের কথা মানুষ ভুলে গেলেও পশুপাখি ভোলে না তার জলজ্যান্ত দৃষ্টান্ত এমনি ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের রামনগর আবাদ এলাকায়। গত বছরই ঠিক এমন সময় প্রচণ্ড ঝড়ে গাছ থেকে পড়ে যায় একটি শালিক পাখির বাচ্চা, নজরে পড়ে হরিপ্রিয়া হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সমীর বারিকের, সঙ্গে সঙ্গে কুড়িয়ে বাড়িতে এনে সেবা-শুশ্রূষা করে বাঁচিয়ে তুলেছে পাখিটিকে।
আজ তার একবছর বয়স পূর্ণ হলো আর এই এক বছরে শিখেছে নানান কথা, এমনকি তার মনিবের গায়ে যদি কেউ হাত দেয় তেড়ে আসে তার দিকে এই শালিক পাখিটি রক্ষা কর্তা মনিবের ত্রাতার ভূমিকা পালন করে।
মুখ দিয়ে শঙ্খ বাজানো, বিভিন্ন রকমের গ্রামীণ কথাবার্তার সবই বলতে পারে এই পাখি, এমনকি আরো একটি ছোট পাখি এসেছে বাড়িতে এবং তাতেই আরো রাগ করছে পাখিটি, ভালোবাসার ভাগ সে কাউকে দিতে চায় না এমনই গল্প শোনালো স্কুলছাত্র সমীর বারিক।