বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যপালের ডাকে রাজভবনে নির্বাচন কমিশনার

News Sundarban.com :
জুন ১০, ২০২৩
news-image

মনোনয়ন ঘিরে দিকে দিকে অশান্তির অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। ডোমজুড়, খড়গ্রাম-সহ একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে। মনোনয়নপর্বে অশান্তির পরিবেশ অবিলম্বে বন্ধ করা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে তলব করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।বিষয়টি নিয়ে তার আগেই জেলাশাসকদের থেকে রিপোর্ট চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কেন প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছে না বলে অভিযোগ করছে, তা জানতে চায় কমিশন। আর এসবের মধ্যেই এবার রাজ্যপাল স্বয়ং বিশদে জানতে ডেকে পাঠান রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে।

প্রায় ৪৫ মিনিট রাজভবনে ছিলেন রাজীব সিনহা।প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যপালকে চিঠি লিখেছেন খড়গ্রামে কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগের বিষয়ে।