ভিজল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ, নামল স্বস্তির বৃষ্টি

অবশেষে নামল স্বস্তির বৃষ্টি।ভিজল লেকটাউন, বাঙুর, এয়ারপোর্ট, সল্টলেক -সহ গোটা কলকাতা।কয়েকদিনের গরমে নাজেহাল রাজ্যবাসী। হাওয়া অফিস জানিয়েছিল, রবিবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। তবে তার আগেই, অর্থাৎ শুক্রবার দুপুরেই বৃষ্টি নামল গোটা দক্ষিণবঙ্গে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। প্রায় একঘণ্টা ধরে চলে বৃষ্টি। জেলায় জেলায় কোথাও ভেঙে পড়েছে গাছ।
রবিবার বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে। শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কিছু অংশে।আগামী কয়েকদিন খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিং কালিম্পংয়ের অংশে।