বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চীনকে ফের হুমকি যুক্তরাষ্ট্রের

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৭, ২০২৩
news-image

ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে চীনকে ফের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালেভান বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে চীনকে চরম পরিণতি ভোগ করতে হবে।

তারা সহায়তা করবে কিনা সে সিদ্ধান্ত তাদের। কিন্তু তারা সে পথে হাঁটলে তাদেরকে বাস্তবিক মূল্য দিতে হবে।  এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত ১৯ ফেব্রুয়ারিতে বলেছিলেন, চীনা কোম্পানিগুলো এরই মধ্যে রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করছে। এমনকি তারা প্রাণঘাতী অস্ত্র মস্কোকে সরবরাহ করতে পারে।

ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে চীনকে ফের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালেভান বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে চীনকে চরম পরিণতি ভোগ করতে হবে। তারা সহায়তা করবে কিনা সে সিদ্ধান্ত তাদের। কিন্তু তারা সে পথে হাঁটলে তাদেরকে বাস্তবিক মূল্য দিতে হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত ১৯ ফেব্রুয়ারিতে বলেছিলেন, চীনা কোম্পানিগুলো এরই মধ্যে রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করছে। এমনকি তারা প্রাণঘাতী অস্ত্র মস্কোকে সরবরাহ করতে পারে।