সূত্রে খবর পেয়ে অস্ত্রসহ গ্রেফতার 2 কুখ্যাত দুষ্কৃতী

বিশ্লেষণ মজুমদার, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ চাম্পাহাটি এলাকা থেকে জাহাঙ্গীর লস্কর ও শহিদুল মন্ডল নামে দুই কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করে।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৭ এম পিস্তল, ছয় রাউন্ড তাজা কার্তুজ, দুটি ম্যাগাজিন, দুটি ন্যাপলা সহ অন্যান্য ডাকাতির সরঞ্জাম। এছাড়াও ধৃতদের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বেশ কিছু প্রসাধনী সামগ্রী।
ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।