বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পালিত হলো স্বামীজির ১৬১ তম জন্ম জয়ন্তী উৎসব

News Sundarban.com :
জানুয়ারি ১২, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, নামখানা: নামখানা ব্লকের দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পালিত হলো স্বামীজির ১৬১ তম জন্ম জয়ন্তী উৎসব। করতালি ও শঙ্খধ্বনী সহযোগে জাতীয় পতাকা উত্তোলন করেন হরিপুর অঞ্চলের প্রধান নিরুপমা শীট, সংগঠনের পতাকা উত্তোলন করেন সম্পাদক  ড. শান্তনু বেরা। স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করেন চন্দনপিড়ি মুরারী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ বেরা, শিক্ষক পার্থসারথী মন্ডল ও সমাজসেবী সরোজ মন্ডল। দক্ষিণ চন্দনপিড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ মাইতি উদ্বোধন করেন ফটো গ্যালারী। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অতনু বেরা। অতিথিবরণ পর্ব শেষ হলে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন এলাকার সংগীত শিল্পী দীপনারায়ন বর্মন। স্বামীজির জীবনচর্চা ও দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির কাজকর্ম তুলে ধরেন সোসাইটির সম্পাদক ডক্টর শান্তনু বেরা। স্বামীজি সম্পর্কে আলোচনা করেন হরিপুর অঞ্চলের প্রধান নিরূপমা সীট, শিক্ষক পার্থসারথি মন্ডল।

অন্যদিকে মাসিক বৃত্তি তুলে দেওয়া হয় এলাকার কৃতি ছাত্রী সুজাতা সামন্ত ও মৌমিতা পরিয়ারের হাতে। এরপর পঞ্চায়েত প্রধান নিরুপমা সিট হরিপুর গ্রাম পঞ্চায়েতের অর্থানুকূল্যে নির্মিত একটি কমিউনিটি টয়লেট জনসাধারণের জন্য উমুক্ত করেন। এছাড়াও সন্ধ্যা রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বামীজিকে নিয়ে একটি আলোচনা চক্র। স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, এলাকার সাধারণ মানুষ, বিবেকানন্দের সোসাইটির সদস্য সদস্যার উপস্থিতিতে মুখরিত হয় এই ক্লাব প্রাঙ্গন।