পুড়ে ছাই ১৫ টি দোকান, পরিদর্শনে সাংসদ অর্জুন সিং

শ্যামনগর নেহেরু মার্কেট বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫ টি দোকান। দিল্লি থেকে ফিরে শনিবার পুড়ে যাওয়া দোকানগুলো পরিদর্শনে আসেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে তিনি কথা বলেন।
নিজ উদ্যোগে নতুন করে দোকান বানিয়ে দেওয়ার আশ্বাস দিলেন সাংসদ। সাংসদের আশ্বাসে খুশি ক্ষতিগ্রস্ত দোকানদার ও স্থানীয় মানুষজন।
স্থানীয় বাসিন্দা মানিক নট্ট বলেন, সাংসদ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সরকারের তরফেও ক্ষতিগ্রস্তদের যাতে সহায়তা করা যায়, সেটাও সাংসদ দেখছেন।