ফুটবল টুর্ণামেন্টে ৫-০ গোলে জয় পেল ক্যানিং মহকুমা পুলিশ একাদশ

বিশ্লেষণ মজুমদার, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং মহকুমা পুলিশ প্রশাসনের তরফ থেকে এক সম্প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন হয়। রবিবার বিকালে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স ময়দানে। খেলায় অংশ গ্রহন করেন যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তনী একাদশ বনাম ক্যানিং মহকুমা পুলিশ একাদশ।
খেলার নির্ধারিত সময়ে ক্যানিং মহকুমা পুলিশ একাদশ ৫ টি গোল করে।ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস দুটি গোল করেন। অপর তিনটি গোল করেন ক্যানিং ট্রাফিক ওসি দেবপ্রসাদ সরদার, জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ ও সিভিক ভলেন্টিয়ার জয়পাল সরদার। এদিন এই বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ দেখার জন্য প্রচুর ফুটবল প্রেমী দর্শক হাজীর হয়েছিলেন স্পোর্টস কমপ্লেক্স ময়দানে। ম্যাচের সেরা গোলকিপার হয়েছেন ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্যানিং ট্রাফিক ওসি দেবপ্রসাদ সরদার।
খেলা শেষে জয়ী ক্যানিং মহকুমা পুলিশ একাদশের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।