মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১ লক্ষ বা তার বেশি টাকার কাজের ক্ষেত্রে ই-টেন্ডার বাধ্যতামূলক

News Sundarban.com :
জুলাই ২৯, ২০২২
news-image

বিভিন্ন দফতরে টেন্ডার প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এখন থেকে ১ লক্ষ বা তার বেশি টাকার টেন্ডারের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ই-টেন্ডার করতে হবে।

এতদিন ৫ লক্ষ বা তার বেশি টাকার কাজের ক্ষেত্রে ই-টেন্ডার ডাকা বাধ্যতামূলক ছিল। ২০১২ সালে অর্থদফতর ৫০ লক্ষ বা তার বেশি টাকার কাজের ক্ষেত্রে ই-টেন্ডার চালু করে। পরের বছর ওই সীমা কমিয়ে ৫ লক্ষ টাকা করা হয়। এবার তা আরও কমিয়ে ১ লক্ষ করা হল।

অর্থদফতরের প্রধান সচিব মনোজ পন্থের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সব সরকারি দফতর, সংস্থা, স্বয়ংশাসিত সংস্থা, পঞ্চায়েত, পুরসভা প্রভৃতির ক্ষেত্রেও অবিলম্বে প্রযোজ্য হবে। ১ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের যেকোনও টেন্ডারের নোটিস সরকারের ই-টেন্ডার পোর্টালে দিতেই হবে।