এমন এক নজির তৈরি করল যা আগে কোনও দিন হয়নি

আইপিএলে আবারও লজ্জার রেকর্ড করল মাহিন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (সিএসকে)। ২০২০ সালের পর আইপিএলে আবারও এ ধরনের লজ্জার মুখোমুখি ফ্রাঞ্চাইজিটি। সেবার তারা প্রথম চারে শেষ করতে পারেনি। এবারও পারল না।
উল্টো এমন এক নজির তৈরি করল যা আগে কোনও দিন হয়নি। রবিবার গুজরাটের কাছে হেরে এই নজির তৈরি করেছে চেন্নাই।
এই প্রথমবার আইপিএলে ৯টি ম্যাচে হারল তারা। এর আগে কোনও দিন চেন্নাই এক মৌসুমে এত ম্যাচে হারেনি।