শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাটশিল্প রক্ষার্থে কাউকে পাশে না পেলেও, একাই আন্দোলনে নামতে প্রস্তুত অর্জুন সিং

News Sundarban.com :
এপ্রিল ২৭, ২০২২
news-image

রাজ্যের পাটশিল্প ক্রমশঃ রুগ্ন থেকে রুগ্নতর হচ্ছে। পাটশিল্পকে বাঁচাতে এবার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিং।

বুধবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠকে জুট কমিশনার মলয় চক্রবর্তীকে নিশানা করলেন। সাংসদের অভিযোগ, জুট কমিশনার প্ল্যাস্টিক লবিকে ঢোকাতে চাইছেন। অথচ বস্ত্রমন্ত্রী পাটশিল্প বাঁচাতে কোনও উদ্যগ নিচ্ছেন না।

সাংসদের দাবি, পাটশিল্পের উন্নয়নে জুট বোর্ড গঠন করা হয়েছে। কিন্তু জুট কার্পোরেশনের কিছু অসাধু শক্তি পাটের দামের উর্দ্ধসীমা বেঁধে দিয়েছেন। ফলে পাট চাষিদের পাশাপাশি চটকলগুলো সমস্যায় পড়েছে।

সাংসদের সাফ বক্তব্য, পাটশিল্প রক্ষার্থে কাউকে পাশে না পেলেও, তিনি একাই আন্দোলনে নামতে প্রস্তুত।