শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবরামপুর পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার এক ভবঘুরে

News Sundarban.com :
এপ্রিল ২৫, ২০২২
news-image

 

নামখানা: গত কয়েক দিন আগে নামখানা থানার ওসি সাহেব হ্যাম রেডিও কে জানান স্থানীয় শিবরামপুর পঞ্চায়েত এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন মানুষ রয়েছে। তার বাড়ির ঠিকানার খোঁজ করতে। সেই মতোই আমরা তার সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলা হয়। তাঁর নাম রাম কৃষ্ণ রাম (৪০) তিনি বিহারের ভোজপুর জেলার ধামার গ্রামে থাকতেন। কথা গুলো হিন্দি হোলেও স্পষ্ট নয়। তাঁর বলার পর কিছু তথ্যের ভিত্তিতে বাড়ির খোঁজ করে হ্যাম রেডিও প্রতিনিধি গন।

পরিবার সূত্রে জানা যায়, ২০২১ এর নভেম্বর মাসে বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু আর ফেরেনি। অনেক খোঁজ করেও খবর পাননি। অবশেষে রবিবার হ্যাম রেডিও প্রতিনিধি তাঁর বাড়িতে খবর দেন। আজ সোমবার তাঁর ছোটো ভাই ও মামাতো ভাই এবং এক পড়শি এসে SDPO SAGAR এবং OC Namkhana স্যারদের উপস্থিতিতে ফিরিয়ে নিয়ে যান তাঁদের ভাইকে।

ধন্যবাদ জানান হ্যাম রেডিও, সুন্দরবন পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং দোকানদার দের। ভাইকে পেয়ে তারা খুব খুশি।