বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডুবন্ত নৌকা থেকে তিন ব্যক্তিকে উদ্ধার করলো  ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ

News Sundarban.com :
এপ্রিল ১৬, ২০২২
news-image

ফ্রেজারগঞ্জ: আজ সকাল নাগাদ প্রবল ঢেউয়ের কবলে পড়ে কুকড়াহাটি থেকে বালি নিয়ে আসা একটি পণ্যবাহী নৌকা বঙ্গোপসাগরের খাদে আটকা পড়ে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ সুন্দরবন জেলা পুলিশের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা দ্রুত উদ্ধারের জন্য ছুটে যায়।

ফাস্ট ইন্টারসেপ্টর বোর্ডে (এফ আই বি) চেপে ওসি ফ্রেজারগঞ্জ শুভেন্দু চন্দ্র দাস ও তাঁর বিশেষ টিম উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। দুঃসাহসিকতার পরিচয় দিয়ে ওসি ফ্রেজারগঞ্জ ও তাঁর টিম ডুবন্ত নৌকা থেকে তিন ব্যক্তিকে উদ্ধার করে।

উদ্ধারকরে তিন ব্যক্তিকে নিরাপদ স্থানে নিয়ে আসে।কিন্তু নৌকাটি ডুবে যায়।

নিম্নলিখিত ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে:

1. গুলবাহবা খান (৫৫ বছর) পিতা – কাসেদ খান, গ্রাম – কুকড়াহাটি, থানা – সুতাহাটা, পূর্ব মেদিনীপুর

2. শেখ . সহিদ (৬২ বছর) পিতা – শেখ খলিল, গ্রাম- হরিবল্লভপুর , কুকড়াহাটি, থানা – সুতাহাটা, পূর্ব মেদিনীপুর

3. আব্দুল লতিফ মির্জা (৪৭ বছর) পিতা – মুরসুদ্দিন মির্জা, গ্রাম- হরিবল্লভপুর , কুকড়াহাটি, থানা – সুতাহাটা, পূর্ব মেদিনীপুর।