শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত শুকনোই থাকবে

News Sundarban.com :
এপ্রিল ৬, ২০২২
news-image

আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সোমবারের মত মঙ্গলবারের সকালেও দক্ষিণা হওয়ার দাপাদাপি দক্ষিণবঙ্গ জুড়ে।

তবে এদিন মেঘ সরে চৈত্রের রোদ্দুর উঁকি মারতেই গরমের রেশ বেশ মালুম হয়েছে। সেইসঙ্গে বাতাসের আদ্রতা বেশি থাকায় সকাল থেকেই ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত শুকনোই থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া উত্তরবঙ্গের উপরে পাঁচটি জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্ক থাকবে।

শুধুমাত্র আগামী ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ, নদিয়ায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে মেঘলা আকাশ থাকলেও আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।