মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রসাদ সাহিত্য উৎসব 2022 অনুষ্ঠিত হল কলকাতায়

News Sundarban.com :
মার্চ ২৭, ২০২২
news-image

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাড়ম্বরে অনুষ্ঠিত হলো প্রসাদ সাহিত্য উৎসব ২০২২। রবিবার ২৭ মার্চ মধ্য কলকাতার শিয়ালদহ অঞ্চলে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্টের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল এই সাহিত্য উৎসব।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এমনকি রাজ্যের বাইরে মুম্বাই,দিল্লি, ঝাড়খন্ড এবং উড়িষ্যা থেকে প্রায় শতাধিক প্রতিনিধি এদিনের অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায়, শেখর বসু, পৃথ্বীরাজ সেন এবং কবি ড. কৃষ্ণা বসু। সাহিত্য উৎসবে পৌরোহিত্য করেন প্রসাদ পত্রিকার পরিচালন সমিতির সভাপতি লক্ষ্মী নারায়ণ চক্রবর্তী। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসাদ পত্রিকার সম্পাদক সুবীর মুখোপাধ্যায়, নির্বাহী সম্পাদক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক ও লেখক অপূর্ব দাস সহ কবি অসীম বিশ্বাস প্রমূখ।

এদিনের সাহিত্য উৎসবে অনেক কবি সাহিত্যিকদের প্রসাদ সাহিত্য সম্মানে ভূষিত করা হয়।

পুরস্কার প্রাপকদের মধ্যে উল্লেখ যোগ্য হলেন প্রবীণ সাহিত্যিক জগন্ময় মিশ্র। তাঁকে স্বর্ণ পদক দিয়ে সম্মানিত করা হয়।