মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মশলা, রবার কাঁচামালের প্রধান রপ্তানিকারক দেশ শ্রীলঙ্কা আজ সংকটে

News Sundarban.com :
মার্চ ২৪, ২০২২
news-image

বিশ্ব অর্থনীতিতে ফের দোলাচল। আর তাতেই দেউলিয়া হওয়ার পথে একের পর এক দেশ। এতে বড় সমস্যায় পড়তে চলেছে ভারত। বিপুল সংখ্যক শরণার্থীদের আগামী দিনে আশ্রয় দিতে হতে পারে।

এদিকে ভারতের অর্থনৈতিক অবস্থাও ভালো নয়। এর জেরে গোটা ভারতীয় উপমহাদেশে মানবিক সঙ্কট দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।

এমনিতেই করোনার ধাক্কায় বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতি বিপর্যস্ত। তবে যে দেশগুলির অর্থনীতি মূলত পর্যটন নির্ভর তাদের হাল সবচেয়ে খারাপ। ভারতীয় উপমহাদেশের শ্রীলঙ্কা এই তালিকাতেই পড়ে।

মশলা, রবার সহ অল্পকিছু কাঁচামালের প্রধান রপ্তানিকারক দেশ শ্রীলঙ্কা।সেই সঙ্গে এদের অর্থনীতি বহুলাংশে পর্যটনের উপর নির্ভর। কোভিডের জেরে গত দু’বছরে প্রায় কোন‌ও পর্যটক আসেনি দক্ষিণের এই দেশটিতে।

এদিকে মশলা, রবারের রপ্তানিও একেবারে তলানিতে গিয়ে ঠেকে। যদিও সুস্থভাবে বাঁচার জন্য আমদানি আগের মতোই ছিল। ফলে বাণিজ্য ঘাটতি বেড়েছে হু হু করে। শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক সঙ্কটের পুরোটাই বিশ্ব বাণিজ্যের সূত্র ধরে ঘটেছে।