শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিমান বসুকে নিয়ে বীরভূম পৌঁছে যান মহম্মদ সেলিম

News Sundarban.com :
মার্চ ২৩, ২০২২
news-image

রাজ্য সম্পাদক হয়েছেন এখনও এক সপ্তাহ হয়নি। এরই মধ্যে চালিয়ে ব্যাট করতে শুরু করলেন মহম্মদ সেলিম।

মঙ্গলবার সকালেই রামপুরহাটের বগটুই গ্রামের নিশংস হত্যাকাণ্ড কথা জানতে পারে রাজ্যবাসী। আতঙ্কে ‘থ’ হয়ে যায় মানুষ। এরপরই গণহত্যার সেই গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেন সিপিএমের নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

মঙ্গলবার রাতেই বিমান বসুকে নিয়ে বীরভূম পৌঁছে যান তিনি। সোমবার সকাল দশটা নাগাদ বগটুই গ্রামে যাওয়ার কথা ছিল সেলিম-বিমানদের। কিন্তু সিপিএম নেতাদের কাছে খবর যায় মানুষের প্রাণ বাঁচাতে না পারলেও পুলিশ এই মুহূর্তে গোটা গ্রামের সীমানা ঘিরে রেখেছে, যাতে বিরোধীরা সেখানে প্রবেশ করতে না পারে।

বিপুল পরিমাণ সরকারি বাহিনী মোতায়েন করা হয়েছে। জানতে পেরেই মুহূর্তের মধ্যে কৌশল বদলান মহম্মদ সেলিম।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোমকে নিয়ে বাইকে চেপে গ্রামের ‘চোরা পথ’ ধরে পৌঁছে যান গণহত্যার বগটুইয়ে! সেলিমরা যে এইভাবে গ্রামে ঢোকার চেষ্টা করবে তা বুঝতে পারেনি রাজ্য প্রশাসন। শাসক দল‌ও বিষয়টি নিয়ে প্রস্তুত ছিল না।

আসলে ক্ষমতা হারানোর পর থেকে সিপিএম নেতাদের এইরকম জঙ্গি আন্দোলনের পথে হাঁটতে দেখা যায়নি।